এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট/apps
আপনি কি ইন্টারনেটের মাধ্যমে এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট/apps সে সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে আপনি ঠিক জায়গাতে এসেছেন। কারণ ঘরে বসে থেকে অনলাইনে কি ভাবে এড দেখে টাকা ইনকাম করা যায় এ বিষয়ে আজকের আর্টিকেলে আমি বিস্তারিত আলোচনা করব। আশাকরি আজকের আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লাগবে।
অনলাইনে বর্তমান সময়ে টাকা ইনকাম করার জন্য সবথেকে জনপ্রিয় একটি উপায় হচ্ছে এড দেখে টাকা ইনকাম করা। আপনারা যদি বিনা খরচে ঘরে বসে থেকে অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ও অ্যাপে এড দেখে টাকা ইনকাম করতে পারেন তবে অন্য কোন কাজ করার কোন প্রয়োজন হবে না।
আরো পড়ুনঃ অনলাইনে ইনকাম করার সহজ উপায় ২০২৪
বর্তমান সময়ে অনেকেই আছেন যারা ফেসবুক, টুইটার, ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অযথা সময় নষ্ট করে দিন পার করে থাকেন। তাই অযথা সময় নষ্ট করে এমন কিছু উপায় রয়েছে যে গুলোর মাধ্যমে ঘরে বসে থেকে অনলাইনে এড দেখে টাকা ইনকাম করতে পারবেন।
উপায় গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমে হচ্ছে ওয়েবসাইট বা অ্যাপ এর মাধ্যমে এড দেখে টাকা ইনকাম ও অ্যাপ এর মাধ্যমে টাকা ইনকাম।
পোস্ট সূচিপত্র.
এড দেখে টাকা ইনকাম
আপনাদের মধ্যে প্রায় সকলেই কমবেশি ফেসবুক বা ইউটিউব ভিডিও ও টেলিভিশন দেখে থাকেন। সে সময় মুভি, নাটক,গান বা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে কয়েক মিনিটের জন্য বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ইত্যাদি প্রচারের জন্য ছোট ছোট ভিডিও প্রচার বা দেখানো তাকেই বিজ্ঞাপন বলে আবার এই বিজ্ঞাপনকে সহজ ভাবে বলতে গেলে বলা হয় এড। এছাড়াও এড হলো একটি প্রোমোশনাল কন্টেন্ট বা প্রচারণামূলক বার্তা, যা কোন পণ্য, সেবা, বা ব্র্যান্ড সম্পর্কে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যবহৃত হয়।
এড দেখে টাকা ইনকাম করার জন্য আপনাকে নিদিষ্ট ওয়েবসাইট/apps এ রেজিস্ট্রেশন করে আপনার নিজের একাউন্ট তৈরি করতে হবে। তারপর আপনি যে পরিমাণে বিজ্ঞাপন দেখবেন সে পরিমাণে আপনার টাকা ইনকাম হবে। যেমন, একটি যদি এড দেখেন তাহলে পেয়ে পারেন ২ টাকা আর যদি ১০টা বিজ্ঞাপন দেখেন তাহলে পেয়ে পারেন ২০ টাকার আর যদি ১০০টা বিজ্ঞাপন দেখেন তাহলে আপনার প্রতিদিন ২০০ টাকা ইনকাম হতে পারে।
বিজ্ঞাপন দেখে আপনি যে টাকা ইনকাম করবেন সরাসরি বিকাশ,নগদ, রকেট অথবা ব্যাংকের মাধ্যমে সরাসরি পেমেন্ট নিয়ে নিতে পারবেন। এছাড়াও বলে রাখা ভাল আপনি যদি এখানে আরো বেশি অ্যাড দেখেন তাহলে আপনি আরও বেশি পরিমানে টাকা ইনকাম করে নিতে পারবেন।
আজকে মূলত আমি আপনাদের সামনে কিছু ওয়েবসাইট ও অ্যাপ এর ব্যবহার শেয়ার করব যে গুলো ব্যবহার করে আপনারা চাইলে ডেইলি ৪০০ - ৫০০ টাকা পর্যন্ত খুব সহজে ইনকাম করে নিতে পারবেন।আর এড দেখে যে টাকা গুলো ইনকাম করবেন আপনি চাইলে যে কোন একাউন্টের মাধ্যমে পেমেন্ট নিয়ে নিতে পারবেন।
অনেকে ইউটিউবে বা google এ সার্চ দিয়ে থাকেন যে অ্যাড দেখে টাকা ইনকাম করার সহজ উপায়, অনলাইন থেকে কি ভাবে টাকা ইনকাম করব কিংবা অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায়। এগুলো লিখে সার্চ করলে আপনাদের সামনে অনেক গুলো ভিডিও বা পোস্ট চলে আসে এবং অসংখ্য পদ্ধতি আপনাদের দেখানো হয়। কিন্তু যারা এ আর্টিকেলটি পড়ছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা একটি টাকাও ইনকাম করতে পারেনি।
কিন্তু আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান বা টাকা ইনকামের পদ্ধতি গুলো সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইটের আর্টিকেলটি মন দিয়ে পড়ুন। কারণ অনলাইন থেকে বিজ্ঞাপন দেখে কি ভাবে ইনকাম বিস্তারিত তথ্য আজেকের আর্টিকেলে আলোচনা করব। আর আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী কাজ করেন তাহলে ১০০ শতাংশ গ্যারান্টি আপনিও এড দেখে অনলাইন থেকে টাকা ইনকাম শুরু করতে পারবেন।
এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট
অনলাইনে বা গুগলে সার্চ করলে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন, যে গুলোর মাধ্যমে এড দেখে ইনকাম করা যাবে এরকমটা বলা হয়েছে। কিন্তু অনেক কম সংখ্যাক ওয়েবসাইট রয়েছে যে গুলো সত্যিই বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার সুযোগ দিয়ে থাকে। এমন অনেক ওয়েবসাইট রয়েছে, যে গুলোতে আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিভিন্ন ধরনের এডস গুলো দেখবেন কিন্তু এর বিনিময়ে আপনাকে কোন টাকা দেওয়া হয় না।
আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং A to Z (গাইডলাইন)
এর জন্য আজকে আমি এ পোস্টে এমন কিছু বিশ্বস্ত এবং সেরা কিছু এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলোর বিষয়ে আপনাদের বলবো। এ গুলোতে আপনারা ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। আর বিজ্ঞাপন দেখে ইনকাম করার জন্য ওয়েবসাইট গুলোতে কাজ করার জন্য বিশেষ কোন দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হবে না। শুধুমাত্র স্মার্ট ফোন এবং ইন্টারনেট ব্যবহার করেই ইনকাম শুরু করতে পারবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলো সম্পর্কে-
InboxDollars টাকা ইনকাম ওয়েবসাইট
InboxDollars হচ্ছে এমন একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে আপনি বিজ্ঞাপন দেখার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। আর এই ওয়েবসাইটটি ব্যবহার করতে কোন টাকা দরকার হবে না ফ্রি ভাবে ব্যবহার করতে পারবেন। এমনকি এর আর একটি মজার বিষয় হচ্ছে এখানে প্রথম বার রেজিস্ট্রেশন করলে আপনি ৫ ডলার বোনাস পেয়ে যাবেন।
InboxDollars ওয়েবসাইট থেকে টাকা ইনকামের সবথেকে দুর্দান্ত উপায় হচ্ছে, বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করা। এই ওয়েবসাইটটি মূলত 2020 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে আপনি রেজিস্ট্রেশন করলেই আপনার সামনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার অপসন আসবে সেখান থেকে আয় করা শুরু করতে পারবেন।
আপনি ইতোমধ্যেই হয়তো ভেবেছেন যে এখানে শুধু বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করারও সুযোগ রয়েছে। কিন্তু না এ InboxDollars ওয়েবসাইটে আরও অনেক কাজ রয়েছে যে গুলো টাকা ইনকাম করতে পারবেন। যেমন –
আরো পড়ুনঃ নেটওয়ার্ক মার্কেটিং কি? নেটওয়ার্ক মার্কেটিং এর ভবিষ্যৎ
বিভিন্ন ধরনের সার্ভে পূরণ করা, গেম খেলা, ভিডিও দেখা ও অনলাইনে কেনাকাটা করা ইত্যাদি। এছাড়াও এখানে আপনি বিভিন্ন লটারি কার্ড গুলো পেতে পারেন। এই কার্ড গুলো ব্যবহার করে আপনি $0.05 থেকে $20 অথবা এর বেশি টাকা ইনকাম করতে পারবেন।
এড অথবা ভিডিও দেখার মাধ্যমে অনলাইনে আয় করার জন্য InboxDollars হচ্ছে সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট। এখানে যদি আপনার অনেক বেশি সময় ধরে এড দেখতে ভালো না লাগে, তাহলে অন্যান্য কাজ গুলো করে ইনকাম করতে পারবেন।
কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে এড দেখে টাকা ইনকাম করার একটি অসুবিধা হলো, payment বা withdraw নিতে হলে আপনার একাউন্টে কম করে হলেও ৩০ ডলার জমা থাকতে হবে। এখান থেকে ইনকাম করা টাকা আপনি চাইলে bank account, VISA অথবা PayPal এর মাধ্যমে নিতে পারবেন। এছাড়াও আপনার ইনকামের টাকার বিনিময়ে এখান থেকে চাইলে ইলেকট্রনিক গিফট কার্ড সংগ্রহ করতে পারেন।
AdWallet টাকা ইনকাম ওয়েবসাইট
যদি কথা আসে অনলাইনে বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার সেরা ওয়েবসাইট কোনটি, তাহলে AdWallet এর কথা অবশ্যই বলতে হবে। কারন এই ওয়েবসাইটের নাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে এটি থেকে ভিডিও বিজ্ঞাপন দেখার বিনিময়ে ইউজারা টাকা ইনকাম করার সুযোগ পেয়ে থাকে। তবে, উপরে বলা ওয়েবসাইট গুলোর থেকে এর পার্থক্য হলো, এখানে শুধুমাত্র বিজ্ঞাপন দেখেই টাকা আয় করতে পারবেন। বিজ্ঞাপন
AdWallet এর মাধ্যমে অর্থ উপার্জন করতে হলে অবশ্যই আপনাকে এখানে ভিডিও এবং বিজ্ঞাপন গুলো দেখতে হবে এবং সে গুলোর বিষয়ে সংক্ষিপ্ত সার্ভে সম্পূর্ণ করতে হবে ৷ সার্ভে গুলো সাধারণত একটি বা দুইটি প্রশ্নের হয়ে থাকে, এ জন্য আপনাকে খুব বেশি সময় ব্যয় করতে হবে না।
আপনি প্রতিটি ভিডিও দেখে এখান থেকে ০.৫০ ডলার থেকে শুরু করে ৩ ডলার আয় করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে ১০ ডলার জমা হওয়ার পর আপনি এখান থেকে পেমেন্ট তুলতে পারবেন। এছাড়াও আপনার উপার্জিত অর্থ দ্বারা এখান থেকে চাইলে বিভিন্ন Gift cards সংগ্রহ করতে পারবেন।
iRazoo টাকা ইনকাম ওয়েবসাইট
iRazoo হলো অনলাইনে ভিডিও বিজ্ঞাপন দেখে অর্থ উপার্জন করার আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট। যদি আপনি সিনেমার প্রতি আপনার অধিক টান থাকে তাহলে এই এটি আপনার জন্য একটি দুর্দান্ত ভাবে আয় করার রাস্তা হতে পারে। কেননা এই ওয়েবসাইটে আপনি সিনেমার ট্রেলার এবং অ্যাপ ট্রেলারের মতো প্রচুর ভিডিও গুলো দেখতে পারবেন।
এখানে প্রতিটি কাজ সম্পূর্ণ করার বিনিময়ে আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট জমা হয়ে যাবে। এক এক ধরনের ভিডিও এডস দেখার জন্য আপনাকে আলাদা আলাদা ভাবে points দেওয়া হবে। তবে প্রতিটি ভিডিও দেখার জন্য আপনি 0.08 থেকে শুরু করে 1 পয়েন্ট পর্যন্ত অর্জন করতে পারবেন।
আরো পড়ুনঃ এফিলিয়েট মার্কেটিং কি? এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো
আপনার অ্যাকাউন্টে এ ভাবে যখন ৩০০০ points জমা হয়ে যাবে সে সময় আপনি points গুলোকে reward income করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে গিফট কার্ড ও পেপালের মাধ্যমে এই ওয়েবসাইট থেকে উপার্জিত টাকা তুলে নিতে পারবেন।
iRazoo ওয়েবসাইট থেকে আপনি বিজ্ঞাপন দেখা ছাড়াও অন্যান্য কত গুলো মাধ্যমে আছে যে গুলোর মাধ্যমে টাকা আয় করতে পারবেন। যেমন – আপনি গেম খেলতে পারেন, অনলাইন সার্ভে সম্পূর্ণ করতে পারেন এবং বিভিন্ন অ্যাপ ডাউনলোড এবং পরীক্ষা করতে পারেন। এছাড়াও এই ওয়েবসাইটে রেফারেল করার মাধ্যম ও রয়েছে আপনি আপনার বন্ধু, পরিবার, সহকর্মীদের রেফার করতে পারবেন এবং প্রতিটি রেফারের জন্য আপনি ৫০০ iRazoo পয়েন্টস পেতে পারবেন।
iRazoo ইনকাম শুরু করার জন্য প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করে ওয়েবসাইটে account তৈরি করে নিতে হবে। তারপর বিভিন্ন ধরনের ছোটো ছোটো কাজ গুলো করলেই পয়েন্টস জমা হবে এবং সে পয়েন্টস cash এ পরিণত করতে পারবেন।
Neobux টাকা ইনকাম ওয়েবসাইট
Neobux ওয়েবসাইট হচ্ছে বিজ্ঞাপন দেখে ও বিজ্ঞাপনের উপর ক্লিক করে টাকা আয় করার সেরা একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি ২০০৮ চালু করা হয় এবং বাংলাদেশের অনেক লোক কাজ করে হাজার হাজার টাকা উপার্জন করছেন। এখানে প্রতিটি বিজ্ঞাপন সাধারণত ৫ থেকে ৩০ সেকেন্ডের মতো লম্বা হয়ে থাকে। একটি বিজ্ঞাপন দেখা শেষ হয়ে গেলে close এ ক্লিক করে অন্য বিজ্ঞাপন দেখা শুরু করতে পারবেন।
বিজ্ঞাপন ছাড়াও এই ওয়েবসাইটে অনেক ধরণের কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। যেমন –বিজ্ঞাপন দেখার পাশাপাশি মাইক্রোজব এবং যে কোন ব্যক্তিকে refer করলে referral bonus অর্জন করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে আয় করা টাকা আপনি সরাসরি Bank transfer কিংবা Paypal এর মাধ্যমে withdraw করতে পারবেন।
Neobux.com ইনকাম শুরু করার জন্য প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করে ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর বিভিন্ন প্রকারের বিজ্ঞাপন দেখে ও ছোটো ছোটো কাজ গুলো করলেই পয়েন্টস জমা হবে এবং সে পয়েন্টস cash এ পরিণত করতে পারবেন।
MyPoints টাকা ইনকাম ওয়েবসাইট
অনলাইনে বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার অন্যতম একটি জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে MyPoints । এটি বিশ্বজুড়ে সকলের কাছে অনেক জনিপ্রিয়। এটি ১৯৯৬ সালে চালু হয় এবং এখানে বিজ্ঞাপন দেখার পাশাপাশি আপনি গেম খেলে, অনলাইন সার্ভে সম্পূর্ণ করে এবং ছোটো ছোটো অনলাইন কাজ গুলো সম্পূর্ণ করে reward points ইনকাম করতে পারবেন।
এছাড়াও এখানে আপনি প্রচুর বিনোদন মূলক ভিডিও কনটেন্ট পেয়ে যাবেন, যে গুলো দেখে আপনি বিনোদনের পাশাপাশি বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারবেন।
আরো পড়ুনঃ দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024
এখান থেকে শুধুমাত্র ভিডিও বিজ্ঞাপন দেখে আপনি যদি ইনকাম করতে চান তাহলে খুব বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন না। আপনি যদি এখান থেকে অধিক পরিমাণে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে অন্যান্য অনলাইন কাজ গুলো করে ইনকাম করতে হবে ৷
এই ওয়েবসাইটে রেফারেল করার মাধ্যম ও রয়েছে আপনি আপনার আত্মীয়-স্বজন, বন্ধু, পরিবার, সহকর্মীদের রেফার করতে পারবেন এবং রেফার করার মাধ্যমে বোনাস পেতে পারবেন। প্রতিটি রেফারের বিনিময়ে আপনাকে ২৫ পয়েন্ট প্রদান করা হবে। যে ব্যক্তিকে আপনি রেফার করবেন, সে এই ওয়েবসাইটে কাজ করে যত গুলো পয়েন্টস ইনকাম করবে তার ১০ শতাংশ আপনার একাউন্টে জমা হবে।
MyPoints ওয়েবসাইট এর মজার বিষয় হচ্ছে এখানে আপনি যদি নতুন একাউন্ট তৈরি বা sign up করেন তাহলেই ১০ ডলার bonus পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্টের পয়েন্টস গুলো ব্যবহার করে amazon এবং walmart gift cards সংগ্রহ করতে পারবেন। গিফট কার্ড পেতে না চাইলে PayPal এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। কিন্তু টাকা তোলার জন্য সর্বনিম্ন আপনার অ্যাকাউন্টে ৪০০০ পয়েন্ট অথবা (২৫ ডলার) জমা করতে হবে।
আপনি যদি ঘরে বসে থেকে আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে অনলাইনে বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার কথা ভাবছেন, তাহলে MyPoints ওয়েবসাইটটি অবশ্যই ব্যবহার করতে পারেন।
JumpTask টাকা ইনকাম ওয়েবসাইট
বিজ্ঞাপন দেখে টাকা আয় করার অন্যতম একটি জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে JumpTask। এটি বিশ্বজুড়ে সবার কাছে অনেক জনিপ্রিয়। এটি একটি মাইক্রো-টাস্কিং প্ল্যাটফর্ম যা মাইক্রো-ফ্রিল্যান্সারদের বিভিন্ন ব্যবসা এবং বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপনদাতাদের সাথে সংযোগ স্থাপন করে।
JumpTask এর মাধ্যমে আপনি ঘরে বসে থেকেই ছোটো ছোটো কাজ গুলো করে টাকা উপার্জন করতে পারবেন। এই ওয়েবসাইটটি মূলত 2022 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে ৪ মিলিয়নেরও বেশি দক্ষ ফ্রিল্যান্সারদেরকে বিভিন্ন কোম্পানির মাইক্রো-টাস্ক গুলো সম্পন্ন করে অর্থ উপার্জন করার সুযোগ দিয়ে থাকে।
এখানে ফ্রিতেই একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনি বিজ্ঞাপন দেখা সহ সাধারণ মাইক্রো-টাস্ক গুলো সম্পূর্ণ করে টাকা ইনকাম করা শুরু করতে পারেন। বিজ্ঞাপন দেখে ইনকামের পাশাপাশি আপনি সার্ভে পূরণ করা, গেম খেলা, করা, অনুবাদ করা এবং আরও অন্যান্য কাজ গুলো করে অর্থ উপার্জন করতে পারবেন।
এখানে কাজ করে আপনি তাদের নির্দিষ্ট ভার্চুয়াল কারেন্সি “JumpToken ($JMPT)” এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। এটা পরবর্তীতে আপনি cash-এ রূপান্তরিত করতে পারবেন। আপনার যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞান না থাকে তাহলেও আপনাকে চিন্তা করতে হবে না। কারণ, JumpTask তাদের users-দের যে কোন সমস্যা সমাধানে অথবা যে কোন প্রশ্নের উত্তর দিয়ে সবসময় সাহায্য করে থাকে।
Freecash টাকা ইনকাম ওয়েবসাইট
বিজ্ঞাপন বা এড দেখে টাকা ইনকাম করার পাশাপাশি মোবাইলে বিভিন্ন ধরনের মাইক্রো-টাস্ক গুলো সম্পন্ন করে ইনকাম করার জন্য Freecash হচ্ছে একটি জনপ্রিয় ওয়েবসাইট। এখান থেকে উপার্জন করার জন্য একাধিক উপায় রয়েছে। যেমন – সার্ভে পূরণ করা সম্পূর্ণ করে, ভিডিও বা বিজ্ঞাপন দেখে, অ্যাপ ডাউনলোড করে, ভিডিও গেম খেলে, ব্লগ লেখে ইত্যাদি।
আরো পড়ুনঃ মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়
Freecash ওয়েবসাইট থেকে এড দেখে ইনকাম করার অর্থ আপনি সরাসরি bank account অথবা paypal account এর মাধ্যমে তুলতে পারবেন। এক্ষেত্রে যদি আপনার পেপাল একাউন্ট না থাকে, তাহলে অন্য যে কারও পেপাল একাউন্ট ব্যবহার করে পেমেন্ট নিতে পারবেন।
QuickRewards টাকা ইনকাম ওয়েবসাইট
আপনি যদি অনলাইনে বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার কথা মনে করছেন , তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য সেরা হিসেবে বিবেচিত হতে পারে। কারণ এই ওয়েবসাইটে আপনি বিজ্ঞাপন দেখে এবং বিভিন্ন বিনোদন মূলক ভিডিও যেমন – রান্নার টিউটোরিয়াল বা সিনেমার ট্রেলার ইত্যাদি ভিডিও দেখে অর্থ উপার্জন করতে পারবেন।
এছাড়াও এখানে আরও অনেক মাধ্যম রয়েছে যে গুলো ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারবেন। যেমন –সার্ভে সম্পূর্ণ করা, গেম খেলা ইত্যাদি। আর এই ওয়েবসাইটটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এবং ঘরে বসে ছোটো ছোটো অনলাইন কাজ গুলো করে আরামে টাকা ইনকাম করতে পারবেন।
QuickRewards এ নতুন একাউন্ট তৈরি বা sign up করার জন্য বোনাস দেওয়া হবে না। আর কোন ধরনের রেফার বা referral program নেই। QuickRewards থেকে পেমেন্ট নিতে হলে আপনার অ্যাকাউন্টে অবশ্যই ১০০০ পয়েন্ট থাকতে হবে। আপনার অ্যাকাউন্টে থাকা পয়েন্ট গুলো আপনি গিফট কার্ডের মাধ্যেম রিডিম করতে পারেন বা আপনার পেপাল অ্যাকাউন্টে নিতে পারবেন।
এ ছাড়াও PayPal এর মাধ্যমে টাকা তুলতে আপনার একাউন্টে কমপক্ষে $০.০১ থাকতে হবে এবং একটি gift card এর জন্য $৫ দরকার হবে। আপনি যত বেশি ভিডিও বিজ্ঞাপন দেখবেন, তত বেশি অর্থ উপার্জন করতে পারবেন।
Paidverts টাকা ইনকাম ওয়েবসাইট
আপনি যদি কোন ধরনের দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে শুধুমাত্র বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাহলে Paidverts.com ওয়েবসাইট আপনার জন্য একটি দারুণ সমাধান।
এটি এক ধরনের পিটিসি (PTC) ওয়েবসাইট, যেখানে বিজ্ঞাপন গুলোতে ক্লিক করার মাধ্যমে অনলাইনে ইনকাম করা যায়। এখান থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর দুই ধরনের বিজ্ঞাপন আপনাকে দেখানো হবে।
আরো পড়ুনঃ টাকা ইনকাম করার সহজ উপায়
যেমন – পেইড বিজ্ঞাপন এবং বিএপি বিজ্ঞাপন। পেইড বিজ্ঞাপন গুলো আপনার এ ডিসেন্টে ব্যালেন্স যোগ করতে হবে। আর বিএপি বিজ্ঞাপন গুলো দেখলে আপনার একাউন্টে balance add হবে। আর বিএপি বিজ্ঞাপন গুলো দেখলে আপনার একাউন্টে points add হবে।
প্রথম দিকে আপনাকে ১ থেকে ২ সেন্ট এর পেইড বিজ্ঞাপন গুলো দেখানো হবে। তবে যত বেশি পয়েন্টস আপনার একাউন্টে জমা হবে আপনাকে তত high paying পেইড বিজ্ঞাপন সমূহ আপনাকে দেখানো হবে।
তাই এই ওয়েবসাইট থেকে এড দেখে তুলনামূলক বেশি পরিমাণে অর্থ উপার্জন করার জন্য আপনাকে বেশি পরিমাণে বিএপি বিজ্ঞাপন দেখতে হবে। তাহলেই আপনি এখান থেকে প্রচুর পরিমাণে points অর্জন করতে পারবেন। এই ওয়েবসাইট থেকে ইনকাম করা টাকা আপনি Paypal এর মাধ্যমে তুলতে পারবেন।
PrizeRebel টাকা ইনকাম ওয়েবসাইট
অনলাইনে বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার আরেকটি চমৎকার ওয়েবসাইট হচ্ছে PrizeRebel । এটি বিশ্বজুড়ে সকলের কাছে অনেক জনিপ্রিয়। এটি ২০০৭ সাল থেকে এটি ইন্টারনেটে রয়েছে।
এখানে বিজ্ঞাপন দেখার পাশাপাশি আপনি গেম খেলে, অনলাইন সার্ভে সম্পূর্ণ করে এবং ছোটো ছোটো অনলাইন কাজ গুলো সম্পূর্ণ করে reward points ইনকাম করতে পারবেন। এছাড়াও এই সাইটে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা গুলো আপনাকে দেওয়া হয়, যে গুলো সমাধানের মাধ্যমে আপনি অধিক অর্থ উপার্জন করতে পারবেন।
এই ওয়েবসাইটটি অনলাইন কেনাকাটা এর ক্ষেত্রে বিভিন্ন ছাড় দিয়ে থাকে। আপনি অনেক সহজ ভাবেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করার মাধ্যমে PrizeRebel ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে একাউন্ট তৈরি করে নিতে পারেন।
PrizeRebel ওয়েবসাইট থেকে পেমেন্ট নিতে হলে কমপক্ষে আপনার একাউন্ট $2 ব্যালেন্স থাকতে হবে। আপনার ইনকাম করা টাকা পেপাল একাউন্টের মাধ্যমে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে earn করা points গুলো gift cards এর দ্বারা redeem করতে পারবেন।
এড দেখে টাকা ইনকাম apps
বর্তমান সময়ে অনলাইনে বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার বিষয়টি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আপনারা চাইলে ঘরে বসে বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করতে পারবেন। আজকে আমরা এমনই কিছু ইনকাম করার অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব যে গুলো থেকে খুব সহজেই বিজ্ঞাপন দেখে টাকা আয় করতে পারবেন।
Cash Apps টাকা ইনকাম apps
আমাদের দেশে অনলাইনে ইনকাম করার অসংখ্য অ্যাপস রয়েছে তার মধ্যে অন্যতম একটি অ্যাপ হলো Cash Apps।
এ অ্যাপ থেকে ইনকাম শুরু করতে হলে আপনি প্রথমে আপনার স্মার্ট ফোনের গুগল ক্রোমে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। এরপর সাইন আপ অপশনে ক্লিক করে ইউজারের নাম, পাসওয়ার্ড দিতে হবে। এই অ্যাপসটির একটি সুবিধা হচ্ছে এই অ্যাপসটিতে প্রবেশ করার আগে আপনাকে অ্যাপটি থেকে নোটিফিকেশনের মাধ্যমে কাজ জানিয়ে দেওয়া হবে।
Ysense App টাকা ইনকাম apps
ইয়াসেন্স (Ysense) হচ্ছে অনলাইনে বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার জনপ্রিয় একটি মাধ্যম। এ অ্যাপে এড দেখে ইনকাম করা ছাড়াও অনেক কাজ আছে যে গুলো করে ইনকাম শুরু করতে পারবেন। যেমন – অনলাইন স্যার্ভে, অনলাইন ছবির মূল্যায়ন এবং অনলাইনে গেইম খেলা।
এছাড়াও এই অ্যাপটি রেফারেল করার মাধ্যম ও রয়েছে আপনি আপনার বন্ধু, পরিবার, সহকর্মীদের রেফার করতে পারবেন এবং প্রতিটি বা আপনার লিংক দিয়ে যদি নতুন কেউ রেজিস্ট্রেশন করে তাহলে ysense অ্যাপ আপনাকে আরও ৩০% Extra কমিশন দিয়ে থাকবে।
Swagbucks App টাকা ইনকাম apps
Swagbucks অ্যাপটি হচ্ছে মোবাইলে ব্যবহার করার জন্য জনপ্রিয় একটি অ্যাপ। এই অ্যাপটি ব্যবহার করে অনেক সহজ ভাবে মোবাইল ফোন এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপে মূলত ভিডিও দেখা এড দেখা গেম খেলা অ্যাপ ডাউনলোড করা এ ধরনের ইত্যাদি কাজ করা হয়ে থাকে।
নতুন কেউ যদি এ অ্যাপটি সাইন আপ করে খুব সহজেই এড দেখে টাকা ইনকাম করতে পারবেন। আর এখানে কাজ করার জন্য তেমন কোন অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না। যে কেউ এই অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। আর এই অ্যাপটি গুগল ক্রোম ব্রাউজার থেকে সার্চ দিলে পেয়ে যাবেন ।
Swagbucks App থেকে পেমেন্ট নিতে হলে দৈনিক কাজের মাধ্যমে আপনি পেমেন্ট গ্রহণ করতে পারবেন। কারণ এ অ্যাপ থেকে পেমেন্ট গ্রহণ করার জন্য কমপক্ষে ৫ ডলার হলেই আপনি টাকা উত্তোলন করতে পারবেন।
Money Cash Apps টাকা ইনকাম apps
Money Cash Apps অনলাইনে ইনকাম করার অসংখ্য অ্যাপস মধ্যে অন্যতম একটি অ্যাপ। এই অ্যাপটি আপনি গুগল ক্রোমে বা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এই অ্যাপসটিতে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি অর্থ উপার্জন করতে পারবেন। তবে এই অ্যাপসটিতে ইনকাম করার জন্য অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাপসটি থাকতে হবে।
আরো পড়ুনঃ ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায়
Money Cash App থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং একটা একাউন্ট করতে হবে এবং এই অ্যাপসটির মাধ্যমে আপনি এড দেখে ভালো মানের ইনকাম করতে পারবেন।
earn money টাকা ইনকাম apps
অনলাইনে বিজ্ঞাপন দেখে টাকা ইনকাম করার আরেকটি চমৎকার অ্যাপ হচ্ছে Earn money। এটি থেকে এড দেখে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপটি থেকে আপনি মানুষকে ইনভাইট দিয়ে সাইন আপ বোনাস টিও পেতে পারেন। এবং আপনি চাইলে এই অ্যাপসটির এডমিন এর সাথে কথা বলে সরাসরি তাদের সাথে যুক্ত হতে পারেন। এই অ্যাপটি থেকেও আপনি বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন।
Student job reward টাকা ইনকাম apps
Student job reward অ্যাপসটি একটি খুব একটি জনপ্রিয় ও প্রচলিত অ্যাপস। এই অ্যাপটি মূলত যারা ছাত্র-ছাত্রী তাদের জন্য। একটি বর্তমানে অনেক ছাত্র-ছাত্রী যুক্ত রয়েছে এবং ভালো পরিমাণে ইনকাম করছে। আপনিও যদি ছাত্র-ছাত্রী হয়ে থাকেন তাহলে এ অ্যাপটি থেকে ভালো পরিমান ইনকাম করতে পারেন এবং এই টাকা বিকাশ বা নগদের মধ্য নিতে পারবেন।
Daily taka টাকা ইনকাম apps
বিজ্ঞাপনদেখে টাকা ইনকাম করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাপস হলো Daily taka এই অ্যাপসটি। আপনারা চাইলে ডেইলি এখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আপনি দিনে যত বেশি কাজ করতে পারবেন সে অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন। তবে আপনারা যদি দিনে ৪ থেকে ৫ ঘন্টা সময় দিয়ে কাজ করেন তাহলে ৩০০-৭০০ টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন।
Coinpayu টাকা ইনকাম apps
অনলাইনে বিজ্ঞাপন দেখে টাকা আয় করার আরেকটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে Coinpayu । এটি থেকে এড দেখে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। এ অ্যাপ থেকে ইনকাম করতে হলে এখানে আপনার একাউন্টে তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনাকে"Frameless Ads ও framed Ads" ক্লিক করে করে অ্যাড দেখে টাকা ইনকাম শুরু করতে হবে।
আরো পড়ুনঃ টাকা ইনকাম করার অ্যাপ
এই অ্যাপটি থেকে আপনি যে টাকা ইনকাম সে টাকা আপনি চাইলে বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন।
এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট/ apps-শেষ কথা
উপরে উক্ত আর্টিকেলের আলোচনার মুখ্য বিষয় ছিল এড দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট/apps সে সম্পর্কে। আশা করি এই পোস্ট থেকে আপনি বুঝতে পেরেছেন কি ভাবে এড দেখে টাকা ইনকাম করতে পারবেন বা করা যায়। এমন নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের ওয়েব সাইটটি ফলো করুন। এই পোস্ট থেকে আপনার মতামত অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url