জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে গুগলে সার্চ করে একাউন্ট খোলার সঠিক নিয়ম জানার জন্য এই আর্টিকেলেটি ভিজিট করেন তবে সঠিক পোস্টের মধ্যে এসেছেন। কেননা বিকাশ একাউন্টটি আপনার জন্ম নিবন্ধন দিয়ে কি ভাবে খোলা যায় সেই সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য গুলো এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে।
বর্তমানে বিকাশ একাউন্ট সব ক্ষেত্রে গ্রহনযোগ্য। আর জাতীয় পরিচয়পত্র ছাড়া বিকাশ একাউন্ট খোলা সম্ভব নয় বলে অনেকেই মনে করেন। কিন্তু বর্তমান সময়ে আপনার কাছে ভোটার আইডি কার্ড বা পরিচয় পত্র না থাকে তাহলে বিকাশ আপনার জন্য সে ব্যবস্থা রেখেছে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলতে পারবেন ।
পোস্ট সূচিপত্র.
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
১. জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে।
২. তারপর অ্যাপটিকে ইন্সটল করে ওপেন করতে হবে। এতে আপনাকে লগইন / রেজিস্ট্রেশন লিখা আসবে। এখানে পরবর্তী অপসনে ক্লিক করতে হবে।
৩. এরপর পরবর্তী অপসনে ক্লিক করার পর তিনটি অপসন আসবে। এখানে লগইন/রেজিস্ট্রেশন- অপসনে ক্লিক করতে হবে।
৪. তারপর কোন দেশ থেকে অ্যাকাউন্ট খুলবেন সেটিও সিলেক্ট করতে হবে।আর সচল একটি মোবাইল নাম্বার দিতে হবে কিন্তু আগে থেকে বিকাশ একাউন্ট খোলা আছে এমন নাম্বার নয়। নতুন মোবাইল নাম্বার দিতে হবে।তারপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
৫. এরপর অপরেটর বেছে নিন অপসনটি আসার এখানে, যে সিম দিয়ে একাউন্ট খুলছেন সেটি বেছে নিবেন। রবি হলে রবি , গ্রামীন হলে গ্রামীন, বাংলালিংক হলে বাংলালিংক ও টেলিটক হলে টেলিটক এর উপরে ক্লিক করবেন।
৬. তারপর এখানে পরিচয় যাচাই করুন বলে একটি অপসন আসবে আমরা যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে একাউন্ট খুলবো সেহেতু জন্মসনদ অপসনটিতে ক্লিক করবো।
৭. এরপর আপনার মোবাইল নাম্বার যাচাই করুন অপসন- আসবে এখানে আপনার যে নাম্বার দিয়েছিলেন ঐ নামাবে OTP কোড যাবে সেটি দিতে হবে। তারপর "Allow" বাটনে ক্লিক করবে হবে।
৮. এরপর বিকাশ অ্যাকাউন্ট খোলার শর্তাবলি আসবে সে গুলো চাইলে পড়ে নিতে পারেন।আর পড়া শেষ করে নিচের দিকে গেলে "সম্মতি আছে" অপসন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে।
৯.তারপর অপনাকে তিনটি অপসন দিবে এখানে আপনাকে তথ্য দেওয়ার জন্য পরবর্তী অপসনে ক্লিক করতে হবে।অপসন গুলো হলো-
- ⇒ আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলে দিতে হবে।
- ⇒ মা/বাবার তথ্য দিতে হবে।
- ⇒ নিজের চেহারার ছবি তুলে দিতে হবে।
মনে রাখবেন ছবি তোলার সময় পরিষ্কার ছবি তোলে সাবমিট করতে হবে।
১০.তারপর অপনার জন্ম সনদ যাচাই করে, আপনার নাম, জন্ম তারিখ ও জন্মসনদ নাম্বার দেওয়া থাকবে। যদি সবকিছু সঠিক থাকে থাকে পরবর্তী অপসনে ক্লিক করতে হবে।
১১. এরপর আপনাকে আরও কিছু তথ্য দিতে হবে। যেমন লিঙ্গ নির্ধারন, আয়ের উৎস, আনুমানিক মাসিক আয় ও পেশা নির্বাচন করতে হবে। তারপর পরবর্তী অপসনে ক্লিক করতে হবে।
১২. এরপর মা/বাবা সচল বিকাশ একাউন্ট নাম্বার দিতে হবে। যে কোন একজনের হলেই হবে। তারপর সম্পর্ক নির্বাচন করতে হবে। বাবা হলে বাবা ও মা হলে মা তারপর পরবর্তী অপসনে ক্লিক করতে হবে।
১৩. তারপর আপনার ছবি তোলার জন্য প্রস্তুত হতে হবে।এখানে ছবি তোলার জন্য কিছু নিয়ম দেওয়া থাকার সে নিয়ম অনুযায়ী ছবি তোলে দিতে হবে। তারপর নিশ্চিত করুন বাটনে ক্লিক করতে হবে।
১৪. এরপর আপনাকে আপনার তথ্য সাবমিট হয়েছে এরাকম একটি অপসন দেখাবে। আর ৪৮ ঘন্টার মধ্যে মা/বাবার ভেরিফিকেশন কোড প্রদান করা হবে। সেটি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর OTP কোড দিয়ে পরবর্তী -অপসনে ক্লিক করতে হবে।
১৫. এরপর আপমাকে তিনটি অপসন দেখাবে সব কয়টিতে টিক চিহ্ন আসলে আপনাকে নতুন পিন সেট করতে বলবে সেখানে ক্লিক করতে হবে।
১৬. তারপর আপনাকে একটি অপসন দেখাবে মোবাইল নাম্বার দিয়ে লগইন এখানে আপনার যে নাম্বারে একাউন্ট খুলবেন নাম্বারটি সো করবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে।
১৭. তারপর আপনার, মোবাইল নাম্বার যাচাই করুন অপসন আসবে এখানেই আপনার মোবাইলে যাওযা ভেরিফেকেশন কোডটি দিয়ে "Allow" করতে হবে ।
১৮. তারপর আপনাকে ৫ সংখ্যার পিন সেট করতে হবে। পিন সেট করার জন্য নতুন বিকাশ পিন লিখার পরে মনে রাখার মত একটি পিন দিবেন। তারপর নতুন বিকাশ পিন কনফার করুন এমানে, আর একরার আপের কিক পিন দিয়ে- নিশ্চিত করুন অপসনে ক্লিক করতে হবে।
১৯. তারপর আপনাকে আবার ল্যাইন / রেজিস্ট্রসন অপসনে নিয়ে আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে শুধু আপনার পিন দিয়ে পরবর্তী অপসনে ক্লিক করতে হবে।
২০. তারপর আপনার নাম সেট করতে বলবে, চইলে নাম সেট করতে পারেন? তারপর পরবর্তী বাটনে ক্লিক করলে প্রোফাইলে ছবি যুক্ত করতে বলা বলবে? চাইলে ছবি অ্যাড করবেন না হলে "পরে করুন" অপসনে ক্লিক করলে। বিকাশের মেন ড্যাশবোর্ড আপনাদের সমনে দেখাবে।এখান থেকে সকল প্রকার লেনদেন করতে পারবেন।
আরো পড়ুনঃ ডাচ-বাংলা ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
এ ছাড়াও আপনি জন্ম নিবন্ধন দিয়ে যদি বিকাশ একাউন্ট খুলতে চান তাহলে এজেন্টের মাধ্যমে বিকাশ একাউন্ট খুলতে পারেন।এর জন্য আপনাকে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্ম নিবন্ধন নিয়ে বিকাশ এজেন্টের কাছে যেতে হবে। বিকাশ এজেন্ট আপনাকে সাহায্য করবে বিকাশ একাউন্ট খোলার জন্য এবং আপনি নিশ্চিত ভাবে বিকাশ একাউন্ট খুলে আসতে পারবেন ও সে অ্যাকাউন্টে আপনি অর্থ লেনদেন করতে পারবেন কোন সমস্যা হবে না।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খুলতে যা লাগবে,
- ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের ছবি।
- একটি সচল সিম কার্ড কিন্তু আগে থেকে বিকাশ একাউন্ট খোলা আছে এমন নাম্বার নয়।
- যিনি বিকাশ একাউন্ট খুলবেন তার নিজের ছবি তুলে দিতে হবে।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার সুবিধা
মূলত জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার সুবিধা অনেক।কারন অনেকেই আছেন যাদের বয়স ১৮ বছরের কম বা ভোটার আইডি কার্ড হয়নি তারা জন্ম নিবন্ধন দিয়ে খুব সহজেই বিকাশ একাউন্ট খোলতে পারে।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম-শেষ কথা
আজকের পোস্টের মূল আলোচনার বিষয় ছিল জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সে সম্পর্কে।উপরের পোস্টেটি যদি মনোযোগ সহকারে পরেন তাহলে আপনারা খুব সহজেই জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলাতে পারবেন।কেননা জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার বিস্তারিত নিয়ম এ আর্টিকেলের মধ্যে দেওয়া হয়েছে।আশাকরি পোস্টেটি পড়ে আপনাদের ভাল লাগবে ও উপকৃত হবে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url