যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

আপনি কি যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত টাকা জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গাতে আছেন কেননা এ আর্টিকেলের মধ্যে যশোর টু খুলনা রুটের সকল ট্রেনের ভাড়ার পরিমাণ ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য।

যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

বর্তমান সময়ে ট্রেন ভ্রমণ বা ট্রেনে যাতায়াত করা সবার কাছে অত্যন্ত জনপ্রিয় ও আরামদায়ক একটি ব্যবস্থা। আপনারা যদি যশোর থেকে খুলনায় ট্রেনে যেতে চান? তাহলে আমাদের আজকের আর্টিকেলটি পড়ে নিতে পারেন। কারণ এ আর্টিকেল মধ্যে যশোর টু খুলনার রুটের সকল ট্রেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

পোস্ট সূচিপত্র.

যশোর টু খুলনা ট্রেনের তালিকা ২০২৫

যশোর টু খুলনাট্রেন চলাচলের জন্য দেশের অন্যতম জনপ্রিয় রুট হিসাবে পরিচিত। এই রুটে ট্রেন যোগাযোগ যাত্রীদের জন্য আরামদায়ক, নিরাপদ এবং ভ্রমণের প্রধান মাধ্যম। প্রতিদিন যশোর টু খুলনা গামী একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলো নিচে তালিকা দেওয়া হলো-

  • আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬)
  • আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস (৭২৬)
  • আন্তঃনগর রুপসা এক্সপ্রেস (৭২৮)
  • আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস (৭৪৮)
  • আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬২)
  • আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস (৭৬৪)

যশোর টু খুলনা রুটে সরাসরি প্রায় টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। ট্রেনগুলো ছুটির দিন ব্যতীত নিয়মিত চলাচল করে।

যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী 

বর্তমান সময়ে যশোর টু খুলনা রুটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর টি  ট্রেন চলাচল করে এই টি ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটের সময়সূচি অনুযায়ী নিচে বিস্তারিত তথ্য দেওয়া হল-

ক্রমিক নং ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় ছুটির দিন
০১ কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৫) সন্ধ্যা ৭:১০ মিনিট রাত :২৫ মিনিট শুক্রবার
০২ সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) দুপুর ২:০৮ মিনিট বিকাল :৪০মিনিট মঙ্গলবার 
০৩ রুপসা এক্সপ্রেস(৭২৭) বিকাল ৫:০৮ মিনিট সন্ধ্যা :২৫ মিনিট বৃহস্পতিবার
০৪ সীমান্ত এক্সপ্রেস (৭৪৭) রাত  ২:৪৫ মিনিট ভোর ৪:১০  মিনিট সোমবার
০৫ সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১) সকাল ১০: ৩৯ মিনিট দুপুর ১২:১০  মিনিট সোমবার
০৬ চিত্রা এক্সপ্রেস (৭৬৩) ভোর ৩:১২ মিনিট ভোর ৪ :৪০ মিনিট রবিবার

যশোর টু খুলনা ট্রেন ভাড়া ২০২৫

আপনারা চাইলে অনলাইনে ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই যশোর টু খুলনা ট্রেনের টিকিট কাটতে পারবেন। যশোর টু খুলনা পর্যন্ত রেললাইনে দৈনিক সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত টি ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট অনুযায়ী সকল ট্রেনের ভাড়া তালিকা নিচে দেওয়া হলো-

আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৬)

আসন বিন্যাস ভাড়ার পরিমাণ
শোভন চেয়ার ৭০টাকা
এসি সিট ১৫৬ টাকা

আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস (৭২৬ )

আসন বিন্যাস ভাড়ার পরিমাণ
শোভন চেয়ার ৭০ টাকা
স্নিগ্ধা ১৩৩ টাকা
এসি বার্থ ২৮৬ টাকা

আন্তঃনগর  রুপসা এক্সপ্রেস(৭২৮)

আসন বিন্যাস ভাড়ার পরিমাণ
শোভন চেয়ার ৭০ টাকা
স্নিগ্ধা ১৩৩ টাকা
এসি সিট ১৫৬ টাকা

আন্তঃনগর  সীমান্ত এক্সপ্রেস (৭৪৮)

আসন বিন্যাস ভাড়ার পরিমাণ
শোভন চেয়ার ৭০ টাকা
স্নিগ্ধা ১৩৩ টাকা
এসি বার্থ ২৮৬ টাকা

আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬২)

আসন বিন্যাস ভাড়ার পরিমাণ
শোভন চেয়ার ৭০ টাকা
এসি সিট ১৫৬ টাকা

আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস (৭৬৪)

আসন বিন্যাস ভাড়ার পরিমাণ
শোভন চেয়ার ৭০ টাকা
স্নিগ্ধা ১৩৩ টাকা
এসি সিট ১৫৬ টাকা

যশোর টু খুলনা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন

যশোর টু খুলনা রুটে ট্রেন ভ্রমণ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও আরামদায়ক যাতায়াত মাধ্যম। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই রুটে চলাচল করে থাকেন। আর এই  ট্রেন গুলো যাত্রীদের নির্ভরযোগ্য সেবা প্রদান করে থাকে। কিন্তু ট্রেনগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিষেবা উন্নত করার জন্য সপ্তাহের নির্দিষ্ট দিনে সেগুলোর সেবা বন্ধ থাকে, যা সাপ্তাহিক ছুটির দিন নাম হিসাবে  পরিচিত।

আর ট্রেন ভ্রমণের পরিকল্পনা করার সময় এই সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, কারণ সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে জানা থাকলে আপনাদের আর কোন রকমের ভোগান্তিতে পড়তে হবে না। তো চলুন নিচে জেনে নেওয়া যাক যশোর টু খুলনা ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে

ক্রমিক নং ট্রেনের নাম সাপ্তাহিক ছুটি
০১ কপোতাক্ষ এক্সপ্রেস(৭১৬ ) শুক্রবার
০২ সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) মঙ্গলবার 
০৩ রুপসা এক্সপ্রেস(৭২৮) বৃহস্পতিবার
০৪ সীমান্ত এক্সপ্রেস(৭৪৮) সোমবার
০৫ সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬২) সোমবার
০৬ চিত্রা এক্সপ্রেস (৭৬৪) রবিবার

-যশোর টু খুলনা ট্রেনের স্টপিস স্টেশন

যশোর টু খুলনা রুটে চলাচলকারী ট্রেনগুলো মধ্যে প্রায় অনেক গুলো স্টেশনে স্টপিস  দিয়ে চলাচল করে। নিচে যশোর টু খুলনা রুটে চলাচলকারি আন্তঃনগর ট্রেনগুলোর বিরতি স্টেশন সমূহ গুলো উল্লেখ করা হলো-

  • কপোতাক্ষ এক্সপ্রেসঃ যশোর  নোয়াপাড়া  খুলনা।
  • সুন্দরবন এক্সপ্রেসঃ যশোর  নোয়াপাড়া  দৌলতপুর  খুলনা।
  • রুপসা এক্সপ্রেসঃ যশোর  নোয়াপাড়া  খুলনা।
  • সীমান্ত এক্সপ্রেসঃ যশোর  নোয়াপাড়া  দৌলতপুর খুলনা।
  • সাগরদাড়ি এক্সপ্রেসঃ যশোর  নোয়াপাড়া  খুলনা।
  • চিত্রা এক্সপ্রেসঃ যশোর  নোয়াপাড়া  খুলনা।

যশোর টু খুলনা কত কিলোমিটার 

যশোর টু খুলনা যাওয়ার সময় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যশোর টু খুলনা দূরত্ব  কত কিলোমিটার? তাহলে আসুন জেনে নেওয়া যাক যশোর টু খুলনা  দূরত্ব কত-

  • যশোর টু খুলনা সড়ক পথে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী প্রায় ৫৯ কিলোমিটার ।

যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী-ট্রেনের ভাড়া-শেষ কথা

আজকের আর্টিকেলের মূল বিষয় হচ্ছে যশোর টু খুলনা ট্রেনের সময়সূচী-ট্রেনের ভাড়া  সে সম্পর্কে। সাথে আরও আলোচনা করেছি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ও যশোর টু খুলনা কত কিলোমিটার সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।

আমাদের আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই  আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url