ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনি কি ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া কত টাকা জানতে চাচ্ছেন বা ট্রেনের মাধ্যমে যেতে চাচ্ছেন? বিশেষ করে তাদের জন্য ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে জানা অনেক জরুরী। যা আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন।
ঢাকা টু আখাউড়া প্রায় অধিকাংশ মানুষ ট্রেনের মাধ্যমে যেতে চান কিন্তু সঠিক তথ্য খুজে পান না। বিশেষ করে তারা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে জেনে নিতে পারবেন ঢাকা টু আখাউড়া রুটে কোন ট্রেনগুলো চলাচল করে থাকে, সময়সূচী এবং ভাড়ার তালিকা সম্পর্কে।
পোস্ট সূচিপত্র.
ঢাকা টু আখাউড়া ট্রেন ২০২৫
আপনারা যারা ঢাকা থেকে আখাউড়া ট্রেনে যাতায়াত করবেন বিশেষ করে তাদের আখাউড়াগামী ট্রেন সম্পর্কে জানা জরুরী। কেননা কোন ট্রেনগুলো কখন চলাচল করে সে সম্পর্কে যদি সঠিক তথ্য জানা না থাকে তাহলে সঠিক সময় ট্রেন ধরতে পারবেন না। যার ফলে আপনি সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক ঢাকা টু আখাউড়া ট্রেনের তালিকা-
- মহানগর প্রভাতি (৭০৪)
- উপকূল এক্সপ্রেস (৭১২)
- মহানগর এক্সপ্রেস (৭২২)
- তৃর্ণা এক্সপ্রেস (৭৪২)
- চট্রলা এক্সপ্রেস (৮০২)
ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ২০২৫
বর্তমান সময়ে ঢাকা টু আখাউড়া রুটে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাঁচটি ট্রেন চলাচল করে। এই টি ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটের সময়সূচি অনুযায়ী নিচে বিস্তারিত তথ্য দেওয়া হল-
ক্রমিক নং | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|---|
০১ | মহানগর প্রভাতি(৭০৪) | সকাল ৭ঃ৪৫ মিনিট | সকাল ১০ঃ০৫ মিনিট | নাই |
০২ | উপকূল এক্সপ্রেস ৭১২) | দুপুর ৩ঃ১০ মিনিট | বিকাল ৫ঃ৪৭ মিনিট | মঙ্গলবার |
০৩ | মহানগর এক্সপ্রেস (৭২২) | রাত ৯ঃ২০ মিনিট | রাত ১১ঃ৫৫ মিনিট | রবিবার |
০৪ | তৃণা এক্সপ্রেস(৭৪২) | রাত ১১ঃ১৫ টা | রাত ১ঃ৪৭ মিনিট | নাই |
০৫ | চট্রলা এক্সপ্রেস (৮০২) | দুপুর ২ঃ১৫ মিনিট | বিকাল ৪ঃ৪২ মিনিট | শুক্রবার |
ঢাকা টু আখাউড়া ট্রেন ভাড়া ২০২৫
আপনারা চাইলে অনলাইনে ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই ঢাকা টু আখাউড়া ট্রেনের টিকিট কাটতে পারবেন। ঢাকা টু আখাউড়া পর্যন্ত রেললাইনে দৈনিক সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত পাঁচটি ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট অনুযায়ী সকল ট্রেনের ভাড়া তালিকা নিচে দেওয়া হলো-
আসন বিভাগ | টিকিটের মূল্য |
শোভন চেয়ার | ১৭০ টাকা |
স্নিগ্ধা | ৩২২ টাকা |
প্রথম আসন | ১০৪ টাকা |
প্রথম বার্থ | ৪৩৬ টাকা |
এসি | ৩৮৬টাকা |
এসি বার্থ | ৬২৫ টাকা |
ঢাকা টু আখাউড়া ট্রেনের স্টপিস স্টেশন
আপনারা ইতিমধ্যে ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী , ভাড়া ও ট্রেন গুলোর নাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখন উল্লেখিত ট্রেনগুলো ঢাকা টু আখাউড়া রেল পথে চলাচলের সময় কয়েকটি স্থানে যাত্রা বিরতি বা স্টপিস প্রদান করে থাকে তা নিচে তা তুলে ধরা হলো-
- ঢাকা কমলাপুর
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- নরসিংদী
- মেথিকান্দা
- ভৈরব বাজার জংশন
- আশুগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়া
- আখাউড়া রেলওয়ে স্টেশন
ঢাকা টু আখাউড়া কত কিলোমিটার
ঢাকা টু আখাউড়া যাওয়ার সময় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে ঢাকা টু আখাউড়া দূরত্ব কত কিলোমিটার? তাহলে আসুন জেনে নেওয়া যাক ঢাকা টু আখাউড়া দূরত্ব কত কিলোমিটার -
- ঢাকা টু আখাউড়া সড়ক পথে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী প্রায় দূরত্ব হচ্ছে প্রায় ১৪৪.৬ কিলোমিটার।
ঢাকা টু আখাউড়া ট্রেনে যেতে কত সময় লাগে
ঢাকা টু আখাউড়া ট্রেনের মাধ্যমে আপনারা যারা আখাউড়া যাতায়াত করতে চান, সেক্ষেত্রে যেতে কত সময় লাগে, সে সম্পর্কে অনেকেই জানতে চান? তাহলে চলুন জেনে নেওয়া যাক, ঢাকা টু আখাউড়া ট্রেনে যেতে কত সময় লাগে-
- ঢাকা টু আখাউড়া ট্রেনে যেতে সময় লাগে প্রায় ৩ ঘন্টা থেকে ৩ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত।
ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া-শেষ কথা
আজকের আর্টিকেলের মূল বিষয় হচ্ছে ঢাকা টু আখাউড়া ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে। সাথে আরও আলোচনা করেছি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ও ঢাকা টু আখাউড়া কত কিলোমিটার সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।
আমাদের আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url