জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম
আপনি কি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম জানতে চাচ্ছেন? তাহলে নিচের আর্টিকেলটি পড়ুন। কারণ এ আর্টিকেলের মধ্যে বিস্তারিত ভাবে তুলে ধরা হবে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম ও মহিলা সাহাবীদের নামের ইসালামিক অর্থ কি? এই প্রশ্নের সঠিক উত্তর জানতে চাইলে নিচে বর্ণিত তথ্যগুলো আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
অনেক মহিলা সাহাবী রয়েছে জারা আল্লাহর রাস্তায় আমল ও ইবাদতে নিজেকে উৎসর্গ করেছেন। তাই দুনিয়াতেই সুসংবাদের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম যারা কোন ধরনের হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবেন। আজকের আর্টিকেলটিতে সকল মহিলা সাহাবীদের নামের তালিকা ও ম, স, জ, র, ত, ই দিয়ে মহিলা সাহাবীদের নাম এবং জান্নাতি ২০ জন মহিলা সাহাবীর নাম জানিয়ে দেব। মহিলা সাহাবীদের প্রত্যেকটি নাম ও নামের অর্থ জানতে হলে সম্পন্ন আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট সূচিপত্র.
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১২ জন মহিলা সাহাবীদের নাম
ইসলামের ইতিহাসে মহিলা সাহাবীদের ভূমিকা অতুলনীয় ও অনন্য। যারা আল্লাহর এবাদত বন্দেগীতে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন ও দুনিয়াতে আল্লাহ কাছে থেকে সুসংবাদ পেয়েছেন। তাদের অনেকেই এমন মহৎ আমল ও চরিত্রের অধিকারী ছিলেন যে, দুনিয়াতেই তাঁরা জান্নাতের সুসংবাদ লাভ করেছেন।
রাসুলুল্লাহ (সা.) স্বয়ং যেসব মহিলা সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কারা ছিলেন এই মহিলা সাহাবীরা যারা দুনিয়াতেই আল্লাহর সুসংবাদ পেয়েছিলেন? নিচে সে সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম দেওয়া হলো-
আরো পড়ুনঃ উম্মে দিয়ে মেয়েদের ইসলামিক নাম
- খাদিজা বিনতে খুওয়াইলিদ (রাঃ) (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী)।
- হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী)।
- হাফসা বিনতে উমর (রাঃ) (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী)।
- ফাতেমা (রাঃ) (হযরত মুহাম্মদ (সাঃ) এর কন্যা)
- উম্মে সুলাইম (রাঃ) বিনতে মিনহান (আবু তালহা রাদিয়াল্লাহু তা’আলা আনহার স্ত্রী)।
- মরিয়ম বিনতে ইমরান আলাইহি ওয়াসাল্লাম (ঈসা (আঃ) এর মাতা)।
- আসিয়া (রাঃ) বিনতে মুজাহিম (ফেরাউনের স্ত্রী)।
- উম্মে হারাম (রাঃ) বিনতে মিলহাম (উম্মে সুলাইমের বোন)
- সুমাইয়া রাঃ বিনতে খাব্বাত (ইসলামের ইতিহাসে প্রথম নারী শহীদ) ।
- সুরাইয়া আল আসাদিয়া।
- গুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু।
- রুবাই (রাঃ) বিনতে মু আওযায (মদিনার আনসারী মহিলা সাহাবী যাকে অনেক সময় রুবাই না বলে রবি বলেও উল্লেখ করা হয়)
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১২ জন মহিলা সাহাবীদের নাম অর্থসহ
আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম জানেন কিন্তু সে নামের অর্থ সমূহ জানেন না, বিশেষ করে তাদের জন্য নিচে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১২ জন মহিলা সাহাবীদের নাম অর্থসহ দেওয়া হলো-
- খাদিজা (রাঃ) নামের অর্থ – নির্দিষ্ট সময়ের আগে জন্মগ্রহণ করা কন্যা শিশু।
- আয়েশা (রাঃ) নামের অর্থ – জীবন্ত, সুখী জীবন যাপন করা।
- হাফসা বিনতে উমর (রাঃ) নামের অর্থ – সিংহিনী বা সাহসিনী।
- ফাতিমা (রাঃ) নামের অর্থ – সদ্য বুকের দুধ ছাড়ানো শিশু, আলাদা করা।
- উম্মে সুলাইম (রাঃ) নামের অর্থ –নিরাপদ শব্দ, সুলাইমের মা।
- উম্মে হারাম (রাঃ) নামের অর্থ – পবিত্র, হারামের মা।
- আসিয়া (রাঃ) নামের অর্থ – ধ্যানমগ্ন, কষ্টসহ, ধৈর্যশীলা।
- মারইয়াম (আঃ) নামের অর্থ – আল্লাহর ভক্ত, সেবিকা, ইবাদতকারীনী।
- সুমাইয়া (রাঃ) নামের অর্থ – রানী, উচ্চ মর্যাদার নারী।
- সুরাইয়া আল আসাদিয়া নামের অর্থ – উজ্জ্বল নক্ষত্রমণ্ডল
- গুমাইসা বিনতে মিলহান (রাঃ) নামের অর্থ – সফল বা বিজয়ী নির্দিষ্ট করে
- রুবাই (রাঃ) বিনতে মু আওযায নামের অর্থ – বসন্তের মতো শান্ত, স্নিগ্ধ ও সৌন্দর্যময়।
সকল মহিলা সাহাবীদের নামের তালিকা
সাধারণত মহিলা সাহাবী বলতে সে মহিলা ব্যক্তিকে বোঝায় যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন সময়ে তার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহকে স্বচক্ষে দেখে তার দেওয়া আদেশ-নিষেধ মেনে ও ইসলাম অনুসরণ করে মৃত্যুবরণ করেন সেই মহিলাদেরকে মহিলা সাহাবী বলা হয়।
আরো পড়ুনঃ নবজাতকের ইসলামিক সুন্দর নাম
ইসলাম ধর্মের প্রায় বেশিভাগ মহিলারই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম ও সকল মহিলা সাহাবীদের নামের তালিকা জানার ইচ্ছা প্রকাশ করে থাকে। সকল মহিলা সাহাবীদের নামের নির্দিষ্ট কোন হিসাব নেই। সেই মহিলা গুলোর মধ্যে থেকে কিছু উল্লেখযোগ্য যোগ্য সকল মহিলা সাহাবীদের নামের তালিকা দেওয়া হলো-
- ফাতিমা (রাঃ) বিনতে মুহাম্মদ (সা)
- খাদিজা (রাঃ) বিনতে খুওয়াইলিদ
- আয়েশা সিদ্দিকা (রাঃ)
- আসমা (রাঃ) বিনতে আবু বকর
- সুমাইয়া (রাঃ) বিনতে খাব্বাত
- উম্মে সালামা (রাঃ)
- উম্মে হানি (রাঃ) বিনতে আবু তালিব
- হাফসা (রাঃ) বিনতে উমর
- উম্মে সুলাইম (রাঃ) বিনতে মিলহান
- উম্মে কুলসুম (রাঃ) বিনতে মুহাম্মাদ (সা)
- উম্মে রুবাই (রাঃ)
- আসমা বিনতে আবু বকর (রাঃ)
- জয়নব বিনতে জাহশ (রাঃ)
- সাফিয়া (রাঃ) বিনতে আবদুল মুত্তালিব
- উম্মে হারাম (রাঃ) বিনতে মিলহান
- উম্মে সালামা (রাঃ)
- উম্মে ফারওয়া (রাঃ)
- উম্মে হাকিম (রাঃ)
- উম্মে মুনযির (রাঃ)
- উম্মে আতিয়া (রা) বিনতে আল হারিস
- উম্মে দারদা (রাঃ)
- উম্মে সাইদ (রাঃ)
- উম্মে কিরফা (রাঃ)
- উম্মে জাইদ (রাঃ)
- উম্মে শরীক (রাঃ)
- উম্মে সালামা (রাঃ)
- উম্মে হাবিবা (রাঃ)
- জুয়াইরিয়া বিনতে হারিস (রাঃ)
- মাইমুনা বিনতে হারিস (রাঃ)
- সাফিয়া বিনতে হুয়াইয়্য (রাঃ)
- নুসাইবা বিনতে কা’ব (রাঃ)
- রুমাইসা (উম্মে সুলায়ম) (রাঃ)
- সুমাইয়া বিনতে খিয়্যাত (রাঃ) – প্রথম নারী শহীদ
জান্নাতি ২০ সাহাবীর নাম মহিলা
আপনাদের মধ্যে অনেকেই গুগলে সার্চ করে থাকেন জান্নাতি ২০ সাহাবীর নাম মহিলা সম্পর্কে। কিন্তু কুরআনে কোথাও নির্দিষ্ট ভাবে জান্নাতি ২০ সাহাবীর নাম মহিলা উল্লেখ নেয়। তবে হযরত মুহাম্মদ (সাঃ) এর সান্নিধ্যে যেসকল মহিলা সাহাবীরা এসেছিলেন, তার দেওয়া ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম ধর্ম অনুসরণ করে জীবন-যাপন করেছিলেন তার মধ্যে বেশকিছু মহিলা সাহাবীরা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন।
কুরআনে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন এরকম ১২ জন মহিলা সাহাবী রয়েছে। এছাড়া আরো কিছু মহিলা সাহাবী রয়েছে যারা জান্নাতি। এ সকল মিলে মোট জান্নাতি ২০ সাহাবীর নাম মহিলা তার তালিকা নিচে দেওয়া হলো-
- খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)
- আয়েশা বিনতে আবু বকর (রা.)
- হাফসা (রা.) বিনতে উমর
- ফাতিমা বিনতে মুহাম্মদ (রা.)
- উম্মে সালমা (রা.)
- সুমাইয়া বিনতে খাব্বাব (রা.) - ইসলামের প্রথম শহীদ।
- উম্মে আম্মার নাসিবা বিনতে কা’ব (রা.)
- উম্মে সুলাইম বিনতে মিলহান (রা.)
- উম্মে হারাম বিনতে মিলহান (রা.)
- জয়নব বিনতে জাহাশ (রা.)
- সাওদা বিনতে জামআ (রা.)
- রুকাইয়া বিনতে মুহাম্মদ (রা.)
- উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ (রা.)
- জয়নব বিনতে মুহাম্মদ (রা.)
- উম্মে হানী (রা.)
- উম্মে ফজল লুবাবা বিনতে হারিস (রা.)
- আসমা বিনতে আবু বকর (রা.)
- জুয়াইরিয়া বিনতে হারিস (রা.)
- সাফিয়া বিনতে আবদুল মুত্তালিব (রা.)
- মাইমুনা বিনতে হারিস (রা.)
জান্নাতি ১০ মহিলার নাম
ইসলামের ইতিহাসে নারী সাহাবীগণ তাঁদের ঈমান, ত্যাগ, ধৈর্য, সাহস ও আল্লাহর প্রতি একনিষ্ঠ ভালোবাসার মাধ্যমে এক গৌরবোজ্জ্বল অবস্থান অর্জন করেছেন। তাঁদের কেউ কেউ এমন মর্যাদা ও গুণের অধিকারী ছিলেন যে, দুনিয়ার জীবনেই রাসুলুল্লাহ (সা.) তাঁদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। নিচে সে সকল জান্নাতি দশ মহিলার নাম দেওয়া হল যারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন-
- খাদিজা বিনতে খুয়াইলিদ (রাঃ) – রাসূল (সাঃ) এর প্রথম স্ত্রী (জান্নাতে মুক্তা নির্মিত একটি ঘরের সুসংবাদ দেওয়া হয়েছিল)।
- আয়েশা সিদ্দিকা (রাঃ) – রাসূল (সাঃ) এর প্রিয়তমা স্ত্রী; বহু হাদীস বর্ণনাকারী।
- হাফসা বিনতে উমর (রাঃ) – রাসূল (সাঃ) এর স্ত্রী এবং হাফসা কপি হিসেবে পরিচিত কুরআনের মূল অংশ তাঁর কাছে সংরক্ষিত ছিল।
- ফাতিমা জাহরা (রাঃ) – রাসূল(সাঃ) এর কন্যা; তিনি জান্নাতের নারী প্রধানদের একজন।
- মারইয়াম বিনতে ইমরান (আঃ) – ঈসা (আঃ) এর মা; কুরআনে তাঁকে পবিত্র ও শ্রেষ্ঠ নারীদের একজন বলা হয়েছে।
- আসিয়া বিনতে মুজাহিম (আঃ) – ফেরআউনের স্ত্রী; আল্লাহর প্রতি ঈমান রেখে শহীদ হন, তাঁর জন্য জান্নাতে বাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
- উম্মে সালামা (রাঃ) – প্রজ্ঞাবান স্ত্রী, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনায় তাঁর ভূমিকা ছিল।
- আসমা বিনতে আবু বকর (রাঃ) – আবু বকরের কন্যা ও আবদুল্লাহ ইবনে জুবায়েরের মা।
- সমাইয়া বিনতে খিয়্যাত (রাঃ) – ইসলামের প্রথম নারী শহীদ।
- উম্মে আম্মারা (নুসাইবা বিনতে কা’ব) (রাঃ) – ওহুদ যুদ্ধে সরাসরি তরবারি হাতে অংশ নেন, মহান সাহস দেখান।
কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম
ইসলামের ইতিহাসে মহান আল্লাহ তাআলা কুরআনের আয়াত সমূহে কখনো সরাসরি, আবার কখনো পরোক্ষভাবে মহিলা সাহাবীরদের জীবন ঘটনা, প্রশ্ন, অথবা অবস্থানের প্রসঙ্গ নিতে আয়ত নাযিল করেছে। যেমন- হযরত মারইয়াম (আঃ) এর নামে সুরা মারইয়াম নাযিল করেন। এছাড়াও কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম নিচে উল্লেখ হলো-
- মারইয়াম (আঃ)
- খাদিজা (রাঃ)
- আয়েশা (রাঃ)
- মারিয়া কিবতিয়া (রাঃ)
- খাওলা বিনতে সালাবা (রাঃ)
- আসিয়া (রাঃ)
ম দিয়ে মহিলা সাহাবীদের নাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন সময়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন তার মধ্যে ম দিয়ে কিছু মহিলা সাহাবীদের নাম রয়েছে। নিচে ম দিয়ে মহিলা সাহাবীদের নাম দেওয়া হলো-
- মারইয়াম (আঃ)
- মারিয়া কিবতিয়া (রাঃ)
- মায়মুনা (রাঃ)
- মুলাইকা (রাঃ)
- মাহজানা (রাঃ)
স দিয়ে মহিলা সাহাবীদের নাম
আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা স দিয়ে মহিলা সাহাবীদের নাম গুগলের সার্চ করে থাকেন। বিশেষ করে তাদের জন্য নিচে স দিয়ে মহিলা সাহাবীদের নাম গুলো দেওয়া হলো-
- সাওদা বিনতে জামআ (রাদিয়াল্লাহু আনহা)
- সুমাইয়া বিনতে খায়্যাত (রাদিয়াল্লাহু আনহা)
- সাফিয়া বিনতে আবদুল মুত্তালিব (রাদিয়াল্লাহু আনহা)
- সাফিয়া বিনতে হুয়াইয়্য (রাদিয়াল্লাহু আনহা)
- সালমা বিনতে উমাইস (রাদিয়াল্লাহু আনহা)
জ দিয়ে মহিলা সাহাবীদের নাম
অনেক মহিলারা নিজের নামের সম্পর্কে বিস্তারিত জানতে নিজের অক্ষরের সাথে মিল রেখে জ দিয়ে মহিলা সাহাবীদের নাম সম্পর্কে জিজ্ঞেস করেন। নিচে জ দিয়ে মহিলা সাহাবীদের নাম দেওয়া হলো-
- জয়নব বিনতে জাহশ (রাঃ)
- জামিলা বিনতে সাবিত (রাঃ)
- জুওয়াইরিয়া বিনতে আল হারিস (রাঃ)
- জাহরা বিনতে আবু উমায়ের (রাঃ)
র দিয়ে মহিলা সাহাবীদের নাম
আপনারা অনেকেই র দিয়ে মহিলা সাহাবীদের নাম জিজ্ঞাসা করে থাকেন। আবার অনেক মহিলাদের মনে প্রশ্ন আসে র দিয়ে কি কোন মহিলা সাহাবী ছিলেন? হ্যাঁ র দিয়ে নামের মহিলা সাহাবী ছিলেন নিচে নাম উল্লেখ করা হলো-
- রুমাইসা বিনতে মিলহান (রাঃ)
- রুকাইয়া বিনতে মুহাম্মদ (সাঃ)
ত দিয়ে মহিলা সাহাবীদের নাম
অনেক মহিলা প্রশ্ন করেন ত দিয়ে মহিলা সাহাবীদের নাম সম্পর্কে। কারণ ছোট্ট শিশুর নাম রাখার জন্য কিংবা ইসলামকে আরো পরিপূর্ণ ভাবে জানার জন্য ত দিয়ে মহিলার সাহাবীদের নাম সম্পর্কে অনুসন্ধান করেন তাদের জন্য এই পর্যায়ে ত দিয়ে মহিলা সাহাবীদের নামগুলো নিচে উল্লেখ করা হলো-
- তাহমিনা বিনতে হযরত আলী (রাঃ)।
- তামিমা বিনতে ওহহাব (রাঃ)।
- তামাদা বিনতে আহসান (রাঃ)।
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের নাম
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম ও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের নাম অনেকেই জানতে চান। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সংখ্যা অনেক, পুরুষ অনেক সাহাবীরা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আবার পুরুষের পাশাপাশি মহিলা অনেক সাহাবীরাও দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন।
তারা দুনিয়াতে এতই আল্লাহর এবাদতে মশগুল ছিলেন যে আল্লাহ ইবাদতের ফলস্বরূপ খুশি হয়ে দুনিয়াতেই তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। যারা আখেরাতের জন্য চিন্তা করে আল্লাহ তাদের নিশ্চয়ই ভালো ফলাফল দান করেন। দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়া এটা সবচাইতে বড় পুরস্কার। নিচে ১৫ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত পুরুষ সাহাবীদের নাম ও ১২জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম নিচে দেওয়া হলো-
১৫ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত পুরুষ সাহাবীদের নাম
- আবু বকর (রাঃ)
- হযরত উমর (রাঃ)
- আলী (রাঃ)
- উসমান (রাঃ)
- আবু উবাইদা (রাঃ)
- আব্দুর রহমান (রাঃ)
- তালহা (রাঃ)
- জুবায়ের ইবনুল আওয়াম (রাঃ)
- সাদ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ)
- সাঈদ (রাঃ)
- হাসান (রাঃ)
- আল-হুসাইন (রাঃ)
- মুসআব (রাঃ)
- খালিদ (রাঃ)
- সালমান আল ফারিসী (রাঃ)
১২জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম
- খাদিজা (রাঃ)
- হযরত আয়েশা (রাঃ)
- হাফসা (রাঃ)
- ফাতেমা (রাঃ)
- আসিয়া (রাঃ)
- উম্মে সুলাইম (রাঃ)
- সুমাইয়া (রাঃ)
- মরিয়ম (রাঃ)
- উম্মে হারাম (রাঃ)
- গুমায়সা (রাঃ)
- সুরাইয়া আল আসাদিয়া (রাঃ)
- রবি (রাঃ)
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম-শেষ কথা
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম, সকল মহিলা সাহাবীদের নামের তালিকা, জান্নাতি ২০ সাহাবীর নাম মহিলা, সম্পর্কে পুরো আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করেছি। যারা এ প্রসঙ্গে জানতে চান আশাকরি বিষয়গুলো জেনে উপকৃত হবেন। এ প্রসঙ্গে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে সে ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইসলামিক ও ইসলামিক নামের অর্থ সম্পর্কিত অন্যান্য আরটিকাল পড়তে আমাদের ওয়েবসাইটের ইসলামিক ক্যাটাগরি ঘুরে আসুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url