সোহাগ পরিবহন অনলাইন টিকিট, ভাড়া, কাউন্টার নাম্বার ২০২৫

সোহাগ পরিবহন টিকিট অনলাইন কি ভাবে কাটাতে নিয়ম জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে আজকের পোস্টটি পড়ুন। কারণ আপনি যদি সোহাগ পরিবহনে যাতায়াত করতে চান বা যাদের টিকিটের প্রয়োজন আজকের দেখানো নিয়ম অনুযায়ী টিকিট কি ভাবে অনলাইন কাটতে হয় জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক সোহাগ পরিবহন টিকিট অনলাইন সম্পর্কে।

সোহাগ পরিবহন অনলাইন টিকিট, ভাড়া, কাউন্টার নাম্বার ২০২৫

সোহাগ পরিবহন  বাংলাদেশের বাস পরিবহন গুলোর মধ্যে একটি উন্নত পরিবহন। পরিবারিক ভাবে ঘুরতে যাওয়া বা কাজের উদ্দেশ্যে আমরা অনেক সময় অনেক স্থানে সোহাগ পরিবহনে ভ্রমণ করে থাকি। তাই ভ্রমণ করার জন্য সোহাগ পরিবহন উন্নত পরিবহন। কারণ ভ্রমণ করার জন্য সোহাগ পরিবহন গুলো যাত্রীদেরকে দ্রুত নিরাপদ ভাবে গন্তব্য স্থানে পোঁছাতে সহায়তা করে  এবং আরামদায়ক সিট প্রদন করে থাকে।

পোস্ট সূচিপত্র.

সোহাগ পরিবহন অনলাইন টিকিট 

বর্তমান সময়ে সোহাগ পরিবহনে সকল জায়গা থেকে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছে।যার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে সহজেই অনলাইনে বাসের টিকিট কম সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন। অনলাইন মাধ্যমে সোহাগ পরিবহন টিকিট যাত্রীদের কাছে বিক্রি করা হয়।

কিন্তু টিকিটের দাম কিছু বেশি কারণ অনলাইনের কিছু টাকা ভাট দিতে হয়। আপনারা অনলাইন মাধ্যমে খুব সহজেই সোহাগ পরিবহন টিকিট কাটতে পারবেন।

মূলত সোহাগ পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোনো সময় অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। তাই টিকিট ক্রয় করতে এই ওয়েবসাইট টি ভিজিট করে https://shohagh.com/ সোহাগ পরিবহন  অনলাইন টিকিট ক্রয় করা যায়।

সোহাগ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম

আপনি যদি সোহাগ পরিবহনের টিকিট সংগ্রহ কি ভাবে করবেন জানতে চান? তবে এই পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপর্ণ। কারণ আমাদের আজকের পোস্টে সোহাগ পরিবহনের অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানবো।

 আরো পড়ুনঃ শ্যামলী পরিবহন অনলাইন টিকিট

তাই এই পর্বটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়লে আপনি খুব সহজেই সোহাগ পরিবহনের টিকিট কাটতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সোহাগ পরিবহনের টিকিট কি ভাবে কাটবো সেই প্রক্রিয়া গুলো-

  • প্রথমে আপনার স্মার্ট ফোন থেকে যে কোনো একটি বাউজার ওপেন করে সার্চ বারে সোহাগ পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট  বা https://shohagh.com/ নিম্নোক্ত এই লিংকে ক্লিক করুন।
  • এরপর যাত্রার স্থান (যেখান থেকে উঠবেন) এবং গন্তব্যের জেলা নির্বাচন করতে হবে। তারপর যাত্রার তারিখ ও সময় নির্বাচন করুন।
  • তারপর বাসের ভিতরের সিট প্ল্যান দেখে পছন্দমত সিট নির্বাচন করতে হবে। 
  • এরপর টিকিটের সংখ্যা এবং শ্রেণি নির্বাচন: আপনার সাথে কতজন যাত্রী যাবে এবং এসি বা নন-এসি বাসে ভ্রমণ করতে চান সেটি বেছে নিতে হবে।
  • তারপর যাত্রীর নাম, মোবাইল নম্বর, এবং ইমেইল ঠিকানা প্রদান করতে হবে। 
  • এরপর পেমেন্ট অপশন নির্বাচন করতে হবে পেমেন্টের জন্য। বিভিন্ন অপশন আছে যেমন, মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট), ক্রেডিট কার্ড, বা ডেবিট কার্ড থেকে পছন্দমত একটি বেছে নিতে হবে।
  • তারপর পেমেন্ট সম্পন্ন করার পর টিকিট কনফার্মেশন মেসেজ এবং ইমেইলের মাধ্যমে ই-টিকিট পাঠানো হবে।
  • এরপর  ই-টিকিট ডাউনলোড করে রাখতে পারেন অথবা প্রিন্ট করে যাত্রার সময় নিয়ে যেতে পারেন।

উপরের এই প্রক্রিয়া সম্পন্ন করলে সহজেই সোহাগ পরিবহনের টিকিট অনলাইনে কেটে যাত্রা নিশ্চিত করতে পারেন। এভাবে খুব সহজ ভাবেই আপনি সোহাগ পরিবহন অনলাইন টিকিট বাংলাদেশ যে কোন জায়গা হতে ঘরে বসেই ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করতে পারেন।

সোহাগ পরিবহন ভাড়া

সোহাগ পরিবহনটি ঢাকা টু সাতক্ষীরা রুটে জনপ্রিয় হলেও অন্যান্য পরিবহন এর তুলনায় এর ভাড়া অনেক কম সুতরাং এই পরিবহনের ভাড়া নিয়ে কোন যাত্রীরা অভিযোগ নেই. তারপরও অনেকে জানতে চায় এই পরিবহনের ভাড়া কত? এজন্য আজ আমরা এখানেই সকল রুটে ভাড়ার তালিকা প্রদান করব যাতে যাত্রীগণ সহজেই এখান থেকে দেখতে পারেন।

এসি বিজনেস ক্লাস, নন এসি ইকোনমিক ক্লাস ভেদে ভাড়া বিভিন্ন রকমের হয়ে থাকে। বাস ভাড়া সব সময় এক থাকেনা পরিবর্তনশীল। অনলাইন তথ্য অনুযায়ী সোহাগ পরিবহনের ভাড়ার তালিকা নিচে দেওয়া হল-

  • ঢাকা- সাতক্ষীরা - ঢাকা নন এসি ভাড়া ৭৫০ টাকা – এসি ভাড়া: ১,০০০ টাকা।

সোহাগ পরিবহন সকল কাউন্টার নাম্বার

সোহাগ পরিবহন সব ধরণের যাত্রীদের পছন্দের কথা বিবেচনা করে এসি, নন এসি উভয় বাসে সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছে। এসি বিজনেস ক্লাসের পাশাপাশি এসি ইকোনমি ক্লাস, নন এসি বিজনেস ক্লাস ও নন এসি ইকোনমি বাস তাদের রয়েছে । বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সোহাগ পরিবহন কাউন্টার নাম্বার সমূহ উল্লেখ করা হল। যাতে আপনারা খুব সহজে ফোন করে অগ্রিম টিকেট বুকিং করতে পারেন।

সোহাগ পরিবহন কাউন্টার নম্বর ঢাকা

  • গাবতলি কাউন্টার নম্বর: 01926-699348
  • কল্যাণপুর কাউন্টার নম্বর: 09606444777
  • সায়েদাবাদ কাউন্টার নম্বর: 01926-699367
  • পান্থপথ কাউন্টার নম্বর: 01711-612433
  • কমলাপুর কাউন্টার নম্বর: 01912-696262
  • চিটাগং রোড কাউন্টার নম্বর: 01912-699345
  • বিশ্ব রোড কাউন্টার নম্বর: 01912-696165
  • মধ্য বাড্ডা কাউন্টার নম্বর: 09606444777
  • মহাখালী কাউন্টার নম্বর: 01922-966169
  • সাইনবোর্ড কাউন্টার নম্বর: 01926-699351
  • নবীনগর কাউন্টার নম্বর: 09606444777
  • সাভার কাউন্টার নম্বর: 09606444777
  • ফকিরাপুল কাউন্টার নম্বর: 09606444777
  • আব্দুল্লাহপুর কাউন্টার নম্বর: 01909-104709
  • জংশন রোড কাউন্টার নম্বর: 09606444777
  • মালিবাগ কাউন্টার নম্বর: 01711-612433, 09606444777

সোহাগ পরিবহন চট্টগ্রাম কাউন্টার নাম্বার

  • দামপাড়া কাউন্টার নম্বর: 01926-699347, 01711-798344
  • মীরেরসরাই কাউন্টার নম্বর: 01711-351262
  • একে খান গেইট কাউন্টার নম্বর: 01926-699347
  • সীতাকুণ্ড কাউন্টার নম্বর: 01819-323183

সোহাগ পরিবহন কক্সবাজার কাউন্টার নাম্বার

  • কলাতলী কাউন্টার নম্বর: 01926-699354
  • ঝাউতলা কাউন্টার নম্বর: 01926-699255

সোহাগ পরিবহন যশোর জেলা কাউন্টার নাম্বার

  • মনিহার কাউন্টার নম্বর: 01926-699341
  • ঝিকরগাছা কাউন্টার নম্বর: 01711-396867
  • মাগুরা কাউন্টার নম্বর: 01711-420553
  • বেনাপোল কাউন্টার নম্বর: 01926-699371
  • নাভারন কাউন্টার নম্বর: 01712-238789

সোহাগ পরিবহন খুলনা কাউন্টার নাম্বার

  • ফুলতলা কাউন্টার নম্বর: 01712-227370
  • ফুলবাড়ী গেট কাউন্টার নম্বর: 09606444777
  • নওয়াপাড়া কাউন্টার নম্বর: 01712-074046
  • রয়েল মোড কাউন্টার নম্বর: 01926-699344
  • কেডিএ কাউন্টার নম্বর: 01926-699344
  • সোনাডাঙা কাউন্টার নম্বর: 09606444777
  • নতুন রাস্তা কাউন্টার নম্বর: 09606444777
  • বাগেরহাট কাউন্টার নম্বর: 0468-63236

সোহাগ পরিবহন বরিশাল কাউন্টার নাম্বার

  • বরিশাল কাউন্টার নম্বর: 09606444777
  • সোহাগ পরিবহন হটলাইন নম্বর: 09606444777

সোহাগ পরিবহন সাতক্ষীরা কাউন্টার নাম্বার

  • সাতক্ষীরা কাউন্টার নম্বর: 01711-420553
  • কালোরা কাউন্টার নম্বর: 09606444777
  • কালিগঞ্জ কাউন্টার নম্বর: 09606444777
  • শ্যামনগর কাউন্টার নম্বর: 09606444777

সোহাগ পরিবহন অনলাইন টিকিট, ভাড়া, কাউন্টার নাম্বার -শেষ কথা

আমাদের আজকের এই আর্টিকেলের মূল আলোচনার বিষয় সোহাগ পরিবহন কাউন্টার নাম্বার,অনলাইন টিকিট,ভাড়া। আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই  আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম বাস সম্পর্কিত আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url