শাহ ফতেহ আলী পরিবহন অনলাইন টিকিট

শাহ ফতেহ আলী পরিবহন টিকিট অনলাইন কি ভাবে কাটাতে নিয়ম জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে আজকের পোস্টটি পড়ুন। কারণ আপনি যদি শাহ ফতেহ আলী পরিবহনে যাতায়াত করতে চান বা যাদের টিকিটের প্রয়োজন আজকের দেখানো নিয়ম অনুযায়ী টিকিট কি ভাবে অনলাইন কাটতে হয় জানতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক শাহ ফতেহ আলী পরিবহন টিকিট অনলাইন সম্পর্কে।

শাহ ফতেহ আলী পরিবহন অনলাইন টিকিট

শাহ ফতেহ আলী পরিবহনের বাসগুলো মূলত ঢাকা টু চট্টগ্রাম ও ঢাকা থেকে পঞ্চগড়  রুটে যাত্রীদের সেবা প্রদান করে থাকে। আপনারা যদি পরিবারিক ভাবে ঘুরতে বা কাজের উদ্দেশ্যে শাহ ফতেহ আলী পরিবহনে ভ্রমণ করে চান তাহলে আপনাদের জন্য বাসগুলো অনেক সুবিধাজনক হবে।  কারণ ভ্রমণ করার জন্য শাহ ফতেহ আলী পরিবহনের বাসগুলো যাত্রীদেরকে দ্রুত নিরাপদ ভাবে গন্তব্য স্থানে পোঁছাতে সহায়তা করে  এবং আরামদায়ক সিট প্রদন করে থাকে। 

পোস্ট সূচিপত্র.

শাহ ফতেহ আলী পরিবহন অনলাইন টিকিট 

বর্তমান সময়ে শাহ ফতেহ আলী পরিবহনে সকল জায়গা থেকে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা চালু হয়েছে। যার মাধ্যমে আপনি ঘরে বসে থেকে সহজেই অনলাইনে বাসের টিকিট কম সময়ের মধ্যে সংগ্রহ করতে পারবেন। 

অনলাইন মাধ্যমে শাহ ফতেহ আলী পরিবহন টিকিট যাত্রীদের কাছে বিক্রি করা হয়। কিন্তু টিকিটের দাম কিছু বেশি কারণ অনলাইনের কিছু টাকা ভ্যাট দিতে হয়। আপনারা অনলাইন মাধ্যমে খুব সহজেই শাহ ফতেহ আলী পরিবহন টিকিট কাটতে পারবেন।

মূলত শাহ ফতেহ আলী পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট ও shohoz.com থেকে যে কোনো সময় অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। তাই টিকিট ক্রয় করতে এই ওয়েবসাইটটি ভিজিট করে https://www.shahaliparibahan.com/ অথবা shohoz.com থেকে শাহ ফতেহ আলী পরিবহন  অনলাইন টিকিট ক্রয় করতে পারবেন।

শাহ ফতেহ আলী পরিবহন অনলাইন টিকিট (অফিসিয়াল ওয়েবসাইট) 

আপনি যদি শাহ ফতেহ আলী পরিবহনের টিকিট সংগ্রহ কি ভাবে করবেন জানতে চান? তবে এই পোস্টটি আপনার জন্য অনেক গুরুত্বপর্ণ। কারণ আমাদের আজকের পোস্টে শাহ ফতেহ আলী পরিবহনের অনলাইন টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানবো। তাই এই পর্বটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়লে আপনি খুব সহজেই শাহ ফতেহ আলী পরিবহনের টিকিট কাটতে পারবেন।

তাহলে চলুন জেনে নেওয়া যাক শাহ ফতেহ আলী পরিবহনের টিকিট কি ভাবে কাটবো সেই প্রক্রিয়া গুলো-

  • প্রথমে আপনার হাতে থাকা স্মার্ট ফোন থেকে যে কোনো একটি বাউজার ওপেন করে সার্চ বারে শাহ ফতেহ আলী পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট  বা https://www.shahaliparibahan.com/ নিম্নোক্ত এই লিংকে ক্লিক করুন।
  • এরপর যাত্রার স্থান (যেখান থেকে উঠবেন) এবং গন্তব্যের জেলা নির্বাচন করতে হবে। তারপর যাত্রার তারিখ ও সময় নির্বাচন করুন।
  • তারপর বাসের ভিতরের সিট প্ল্যানটি দেখে আপনার পছন্দমত সিট নির্বাচন করুন। 
  • এরপর টিকিটের সংখ্যা এবং শ্রেণি নির্বাচন: আপনার সাথে কতজন যাত্রী যাবে এবং এসি বা নন-এসি বাসে ভ্রমণ করতে চান সেটি বেছে নিতে হবে।
  • তারপর যাত্রীর নাম, মোবাইল নম্বর, এবং ইমেইল ঠিকানা প্রদান করতে হবে। 
  • এরপর পেমেন্ট অপশন নির্বাচন করতে হবে পেমেন্টের জন্য। বিভিন্ন অপশন আছে যেমন, মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট), ক্রেডিট কার্ড, বা ডেবিট কার্ড থেকে পছন্দমত একটি বেছে নিতে হবে।
  • তারপর পেমেন্ট সম্পন্ন করার পর টিকিট কনফার্মেশন মেসেজ এবং ইমেইলের মাধ্যমে ই-টিকিট পাঠানো হবে।
  • এরপর  ই-টিকিট ডাউনলোড করে রাখতে পারেন অথবা প্রিন্ট করে যাত্রার সময় নিয়ে যেতে পারেন।

উপরের এই প্রক্রিয়া সম্পন্ন করলে সহজেই শাহ ফতেহ আলী পরিবহনের টিকিট অনলাইনে কেটে যাত্রা নিশ্চিত করতে পারেন। এভাবে খুব সহজ ভাবেই আপনি শাহ ফতেহ আলী পরিবহন অনলাইন টিকিট বাংলাদেশ যে কোন জায়গা হতে ঘরে বসেই ভ্রমণের জন্য টিকিট নিশ্চিত করতে পারেন।

শাহ ফতেহ আলী পরিবহন অনলাইন টিকিট shohoz.com 

শাহ ফতেহ আলী পরিবহনে আপনি অনলাইনে টিকিট কাটতে অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও shohoz.com  ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনলাইনে টিকেট বুকিং করতে পারবেন। তার জন্য আপনাকে সহজ shohoz.com  একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট তৈরির জন্য আপনাকে www.shohoz.com এর সাইটে যেতে হবে এবং  ধাপ গুলো অনুসরণ করতে হবে।

1. প্রথমে শাহ ফতেহ আলী পরিবহন অনলাইন টিকিট কাটার জন্য www.shohoz.com এই লিঙ্কে ক্লিক করে যাত্রার স্থান (যেখান থেকে উঠবেন) এবং গন্তব্যের জেলা নির্বাচন করতে হবে। তারপর যাত্রার তারিখ নির্বাচন করুন।

  • অর্থাৎ From: অপশনে আপনি কোথায় থেকে যাত্রা শুরু করবেন সেটি লিখতে হবে।
  • তারপর To: অপশনে কোথায় গিয়ে যাত্রা শেষ করবেন সেটি লিখতে হবে।
  • এরপর Pick a Date: অপশনে যাত্রার তারিখ লিখতে হবে।
  • সর্বশেষ Search: অপশনে ক্লিক করুন।

অথবা বাস অপারেটর যেয়ে শাহ ফতেহ আলী পরিবহন নির্বাচন করুন তাহলেই উপরের ছবির মত অপশন দেখতে পাবেন।

2. তারপর উপরের ছবির মত "Book Tiket" অপশনে ক্লিক করে আসন নাম্বার সিলেক্ট করে "Continue" অপশনে ক্লিক করতে হবে।

3. এরপর  আপনি কোন কাউন্টার থেকে উঠবেন সেটি সিলেক্ট করে নেবেন।

4. তারপর উপরের ছবির মত আপনার এবং অন্য কোন প্যাসেঞ্জার এর জন্য আপনি টিকিট কাটলে তার সম্পূর্ণ ডিটেইল যেমন নাম ও আপনি ছেলে না মেয়ে নির্বাচন করে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।

5. এরপর প্রাইভেসি পলিসি অপশন সিলেক্ট করে পেমেন্ট মেথড (বিকাশ, নগদ, রকেট, ডেবিট/ক্রেডিট) সিলেক্ট করুন। এবার Proceed to Payment অপশনে ক্লিক করুন। অবশেষে,আপনার টিকিট নিশ্চিত করুন।

6সর্বশেষ আপনার আপনার ইমেইল এড্রেসে থেকে মূল্যবান টিকিটটি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিন।

শাহ ফতেহ আলী পরিবহন ভাড়া ২০২৫

শাহ ফতেহ আলী পরিবহনটি ঢাকা টু বাগেরহাট, পিরোজপুর ও গোপালগঞ্জ  রুটে অন্যান্য পরিবহন এর তুলনায় এর ভাড়া অনেক কম সুতরাং এই পরিবহনের ভাড়া নিয়ে কোন যাত্রীরা অভিযোগ নেই. তারপরও অনেকে জানতে চায় এই পরিবহনের ভাড়া কত? এজন্য আজ আমরা এখানেই এ সকল রুটে ভাড়ার তালিকা প্রদান করব যাতে যাত্রীগণ সহজেই এখান থেকে দেখতে পারেন।

এসি বিজনেস ক্লাস, নন এসি ইকোনমিক ক্লাস ভেদে ও বিভিন্ন কাউন্টার থেকে ভাড়া বিভিন্ন রকমের হয়ে থাকে। বাস ভাড়া সব সময় এক থাকেনা পরিবর্তনশীল। শাহ ফতেহ আলী পরিবহনের অনলাইন ওয়েবসাইট তথ্যঅনুযায়ী ভাড়ার তালিকা নিচে দেওয়া হল-

ঢাকা-  চট্টগ্রাম- ঢাকা নন এসি ভাড়া ৬৫০ টাকা – এসি ভাড়া: ৯৫০ টাকা – সিলিপার  ভাড়া: ১৪০০ টাকা। 

ঢাকা-  বগুড়া- ঢাকা  নন এসি ভাড়া ০ টাকা – এসি ভাড়া: ৯০টাকা – সিলিপার  ভাড়া: ১২০০ টাকা। 

ঢাকা- রংপুর- ঢাকা নন এসি ভাড়া ৮০০ টাকা – এসি ভাড়া: ১২০টাকা – সিলিপার  ভাড়া: ১০০ টাকা। 

ঢাকা- লালমনিহাট- ঢাকা নন এসি ভাড়া ৯৮০ টাকা – এসি ভাড়া: ১২০টাকা – সিলিপার  ভাড়া: ১০০ টাকা। 

শাহ ফতেহ আলী পরিবহন বাসের কাউন্টার নাম্বার

আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শাহ ফতেহ আলী পরিবহন বাসের টিকিট অনলাইনে ক্রয় না করে কাউন্টার থেকে ক্রয় করার জন্য কাউন্টারে যোগাযোগ করতে চান । আবার অনেক সময় কাউন্টারে যাওয়ার মত সময় থাকে না তখন আমাদের কাউন্টার নাম্বারে ফোন দিয়ে বাসের অগ্রিম টিকিট বুকিং করতে চান?

তাহলে শাহ ফতেহ আলী পরিবহন বাসের কাউন্টার নাম্বার গুলো জানতে হবে তাহলেই অগ্রিম টিকিট কাটতে ও যোগাযোগ করতে পারবেন। তাছাড়া অনেক সময়ই বাসের সময়সূচি পরিবর্তন হয় তখন কাউন্টার নাম্বারে ফোন দিলে নতুন সময়সূচি জেনে নিতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে নিচে শাহ ফতেহ আলী  পরিবহন বাসের জনপ্রিয় কাউন্টার নাম্বার সম্পর্কে  জানাব-

শাহ ফতেহ আলী পরিবহন কাউন্টার নাম্বার ঢাকা

ঢাকা বাংলাদেশের রাজধানী, এর পাশা-পাশ বিভাগ ও একটি জেলা শহর। তাই এই জেলাকে গুরুত্ব দিয়ে এখানে বিভিন্ন বাসের কাউন্টার তৈরি করা হয়েছে। আর শাহ ফতেহ আলী পরিবহনের ভ্রমণ সহজ করতে ও যাত্রীদের সুবিধার্থে ঢাকা জেলায় এ বাসের কাউন্টার স্থাপন করা হয়েছে।  তাই যারা ঢাকা থেকে যাত্রাশুরু করতে চান, তারা নিচের এই কাউন্টার গুলোতে যোগযোগ করতে পারেন-

  • গাবতলি বাস টার্মিনাল কাউন্টার     01938-896493.
  • গাবতলি(রজব আলী মার্কেট)      01938-896492.
  • কল্যাণপুর কাউন্টার, (খাজা মার্কেট)     01938-896490.
  • টেকনিক্যাল কাউন্টার    01938-896491.
  • শ্যামলী কাউন্টার 01938-89649.
  • সাভার কাউন্টার     01938-896495.
  • হেমায়েতপুর কাউন্টার     01938-896494.
  • নবীনগর কাউন্টার        01938-896496.
  • মহাখালী বাস টার্মিনাল কাউন্টার    01938-896451, 01731-315582.
  • আসাদ গেইট কাউন্টার     01938-896488.
  • উত্তরা কাউন্টার        01938-896452, 01742-005812.
  • আবদুল্লাহপুর কাউন্টার  01938-896453, 01742-005980.
  • বাইপাইল কাউন্টার     01938-896458.

শাহ ফতেহ আলী পরিবহন কাউন্টার নাম্বার  বগুড়া

  • চারমাথা কাউন্টার, বগুড়া    01938-896458.
  • সাতমাথা কাউন্টার     01938-896456, 051-61222.
  •  ঠনঠনিয়া কাউন্টার    01938-896457, 01711-020626, 051-67111.
  • সান্তাহার কাউন্টার     01938-896463.
  • আদমদিঘী কাউন্টার    01938-896459.
  • শেরপুর কাউন্টার     01938-896474.
  • মুরইল কাউন্টার    01938-896464.
  • সোনাতলা কাউন্টার    01938-896473.
  • সাহারপুকুর কাউন্টার     01938-896484.
  • রন্দীগ্রাম কাউন্টার, রণবাঘা01755-127125.
  • মহাস্থানগড় কাউন্টার     01938-896483.
  • মধুইল কাউন্টার     01938-896466, 01793-059741.
  • চৌমুহনী বাজার কাউন্টার 01938-896471.
  • দুপচ্যাঁচিয়া কাউন্টার     01938-896472.

শাহ ফতেহ আলী পরিবহন বাস কাউন্টার নাম্বার গাইবান্ধা  

  • গাইবান্ধা সদর কাউন্টার     01938-896485.
  •  মহিমাগঞ্জ কাউন্টার      01938-896481.
  •  পলাশবাড়ী কাউন্টার        01938-896499.
  • গোবিন্দগঞ্জ কাউন্টার        01938-896482.

শাহ ফতেহ আলী পরিবহন  কাউন্টার নাম্বার  রংপুর

  • রংপুর কাউন্টার     01938-896449.
  • মিটাপুকুর কাউন্টার     01938-848548.
  • শঠিবাড়ী কাউন্টার     01938-896447.
  • পীরগঞ্জ কাউন্টার     01938-818551.
  • বড়দরগাহ কাউন্টার    01938-896446.
  • গোপিনাথপুর কাউন্টার     01938-896461.

শাহ ফতেহ আলী পরিবহন বাস কাউন্টার লালমনিহাট

  • এয়ারপোর্ট রোড বাস কাউন্টার    01711-034177, 01839-917773.
  • বুড়িমারী জিরো পয়েন্ট বাস কাউন্টার, 01717-756999.
  • আদিতমারি বাস ষ্টেশন কাউন্টার     01719-245393.
  • তুষভান্ডার বাস ষ্টেশন কাউন্টার     01720-599018.
  • হাতীবান্ধা বাস ষ্টেশন কাউন্টার     01718-077108.
  • বাউরা বাস ষ্টেশন কাউন্টার     01718-194592.
  • বড়খাতা বাস ষ্টেশন কাউন্টার     01773-312916.
  • পাটগ্রাম পৌরসভা বাস ষ্টেশন কাউন্টার      01718-501954.

শাহ ফতেহ আলী পরিবহন  কাউন্টার নাম্বার  চট্টগ্রাম

  • দামপাড়া কাউন্টার  01919-949453, 01938-818550.
  • কর্ণেল হাট কাউন্টার,01938-896475.
  • অলংকার মোড় কাউন্টার    01938-896476, 01745-662074.
  •  বায়োজিদ বোস্তামী কাউন্টার     01919-969904.
  •  হাটহাজারী কাউন্টার     01722-939023.

শাহ ফতেহ আলী পরিবহন রুট ম্যাপ

আপনারা যদি শাহ ফতেহ আলী পরিবহনের বাসে ভ্রমণ করার জন্য রোড ম্যাপ অনেক গুরুত্বপূর্ণ। কারণ  রোডম্যাপ জানা থাকলেই শাহ ফতেহ আলী পরিবহন বাস ব্যবহার করতে পারব। বর্তমানে নিয়মিত এই রোড অনুসারেই শাহ ফতেহ আলী পরিবহন বাস চলাচল করে থাকে। নিচে  বিভিন্ন রোডের শাহ ফতেহ আলী পরিবহন চলাচল রোড ম্যাপ দেওয়া হল-

  • ঢাকা-  চট্টগ্রাম- ঢাকা
  • ঢাকা-  সিরাজগঞ্জ -ঢাকা
  • ঢাকা- নওগাঁ- ঢাকা
  • ঢাকা- জয়পুরহাট-ঢাকা
  • ঢাকা-  বগুড়া- ঢাকা
  • ঢাকা-   গাইবান্ধা- ঢাকা
  • ঢাকা- রংপুর- ঢাকা
  • ঢাকা- লালমনিহাট- ঢাকা
  • ঢাকা- দিনাজপুর- ঢাকা

শাহ ফতেহ আলী পরিবহন অনলাইন টিকিট, ভাড়া, কাউন্টার নাম্বার -শেষ কথা

আমাদের আজকের এই আর্টিকেলের মূল আলোচনার বিষয় শাহ ফতেহ আলী পরিবহন অনলাইন টিকিট, ভাড়া ও কাউন্টার নাম্বার সম্পর্কে । আজকের এই পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই  আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম বাস সম্পর্কিত আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url