কক্সবাজার হোটেল লিস্ট, ভাড়া ও মোবাইল নাম্বার 2025

আপনারা কি কক্সবাজার কক্সবাজার হোটেল লিস্ট, ভাড়া ও মোবাইল নাম্বার সম্পর্কে জানতে গুগলে সার্চ করেছেন? তাহলে আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ আজকের এ পোস্টের মধ্যে কক্সবাজারের হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনার করেছি। আশাকরি আজকের পোস্টটি পড়লে কক্সবাজার ভ্রমন করার ক্ষেত্রে কাজে আসবে।

বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম একটি পর্যটনের স্থান হচ্ছে কক্সবাজার। কক্সবাজার যেয়ে থাকার জন্য রয়েছে অনেক হোটেল ও রিসোর্ট। বিশেষ করে ১ তারকা থেকে শুরু করে ৫ তারকা সব মানের হোটেলে ও রিসোর্টই আপনারা পাবেন। তনে মান ভেদে হোটেল ভাড়া ৫০০ টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। কক্সবাজার সকল কক্সবাজার হোটেল লিস্ট, ভাড়া ও মোবাইল নাম্বার পেতে হলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। 

পোস্ট সূচিপত্র.

কক্সবাজার হোটেল লিস্ট ও ভাড়া 2025

কক্সবাজারে বিভিন্ন ধরনের হোটেল ও রিসোর্ট রয়েছে। মূলত কক্সবাজারে হোটেল ও রিসোর্ট গুলোর ভাড়া  অফসিজন ও অনসিজন অনুযায়ী কম বেশি হয়ে থাকে। 2025 সালে কক্সবাজারের সেরা কয়েকটি হোটেল ও রিসোর্টের লিস্ট ও ভাড়ার রেট নিচে দেওয়া হলো-

1. সায়মান বিচ রিসোর্ট (Sayeman Beach Resort)

সায়মান বিচ রিসোর্ট কক্সবাজারের অন্যতম সেরা ও দৃষ্টিনন্দন সী ভিউ হোটেল। মূলত এই রিসোর্টিকে মনে করা হয় কক্সবাজারের সব থেকে গুছানো এবং সার্ভিসের দিক থেকে সেরা রিসোর্ট । এই রিসোর্ট কলাতলী মোড় থেকে খুব কাছে অবস্থিত। সায়মান বিচ রিসোর্ট এ রয়েছে ২৮৮ কক্ষ বিশিষ্ট এই রিসোর্টের বেশিরভাগ কক্ষ থেকেই কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যায়।

এছাড়াও আকর্ষণীয় ইন্টেরিয়র, আধুনিক ফার্নিচার, সেন্ট্রাল এয়ার কন্ডিশনার, হাই স্পিড ইন্টারনেটের সমন্বয়ে এই হোটেলে পাবেন আধুনিক হোটেলের সকল সেবা। রুম থেকেই দেখা যাবে বঙ্গোপসাগর এবং আঁকাবাঁকা পাহাড়ের প্যানোরামিক দৃশ্য। আর এই বিচ রিসোর্টের সবচেয়ে বড় আকর্ষণ ইনফিনিটি সুইমিং পুল। 

সায়মান বিচ রিসোর্ট রুম ভাড়া ও খরচ-
ক্রমিক নং রুমের ধরণ রুমের ভাড়া ও খরচ
০১ সুপার ডিলাক্স টুইন বেড ১৩,৫০০ টাকা
০২ সুপার ডিলাক্স কিং (৭১৮) ১৩,৫০০ টাকা
০৩ ইনফিনিটি সি ভিউ ২১,০০০ টাকা
০৪ জুনিয়র স্যুট ২৫,০০০ টাকা
০৪ প্যানোরামা ওশান স্যুট ৫০,০০০ টাকা

2. হোটেল সি ক্রাউন (Hotel Sea Crown)

হোটেল সী ক্রাউন একটি থ্রি স্টার ডিলাক্স হোটেল। কলাতলী টার্নিং পয়েন্ট থেকে ১০০ মিটার এবং কক্সবাজার বিমানবন্দর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে সৈকতের ডানদিকে হোটেল সী ক্রাউন অবস্থিত। সবচেয়ে পুরনো সি ভিউ হোটেলের গুলোর মধ্যে সি ক্রাউন অন্যতম একটি। মোটামুটি বাজেটে সি ভিউ রুমের জন্যে সবচেয়ে বেস্ট হোটেল সি ক্রাউন। কিন্তু সুন্দর সি ভিউ পেতে হলে আপনাকে ৩য় তলার উপরের রুম গুলো ভাড়া করতে হবে।

হোটেল সী ক্রাউন রুম ভাড়া ও খরচ-
ক্রমিক নং রুমের ধরণ রুমের ভাড়া ও খরচ
০১ ইকোনমি ডিলাক্স৫,০০০ টাকা
০২ সুপার ডিলাক্স   ৬,৫০০ টাকা
০৩ সুপার ডিলাক্স ট্রিপল ৭,০০ টাকা
০৪ সি ফ্রন্ট ডিলাক্স  ৮,৫০০ টাকা
০৫ সি ফ্রন্ট ডিলাক্স সুপ্রিম  ৯,৫০০ টাকা
০৬ প্রেসিডেন্সিয়াল স্যুট  ৫০,০০০ টাকা

3. রামাদা উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্ট (Ramada by Wyndham)

রামাদা উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্ট একটি  ৫ স্টার হোটেল। এই হোটেলের রুম থেকে অথবা রুফ টপ বার লাউঞ্জ থেকে সাগরের চমৎকার সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। নিচে রামাদা উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্টের ভাড়ার রেট নিচে দেওয়া হলো-

হোটেল রামাদা  রুম ভাড়া ও খরচ-
ক্রমিক নং রুমের ধরণ রুমের ভাড়া ও খরচ
০১ স্ট্যান্ডার্ড হিল কিং ২০,০০০ টাকা
০২ স্ট্যান্ডার্ড হিল টুইন২০,০০০ টাকা
০৩ ওশান ফ্রন্ট কিং ৩০,০০০ টাকা
০৪ ওশান ফ্রন্ট টুইন ৩০,০০০ টাকা
০৪ সুপার ডিলাক্স  ৪০,০০০ টাকা
০৫ প্যানোরামা স্যুট   ৫৫,০০০ টাকা
০৬ রয়েল স্যুট   ৮৫,০০০ টাকা
০৭ প্রেসিডেন্সিয়াল স্যুট  ২,৫০,০০০ টাকা
০৮ অতিরিক্ত বিছানা ৩,০০০ টাকা

4. এক্সোটিকা সাম্পান হোটেল  (Exotica Sampan)

কলাতলী মেরিন ড্রাইভের সাথেই ঠিক বীচের বিপরীত পাশে অবস্থিত এক্সোটিকা সাম্পান হোটেল। এক্সোটিকা সাম্পান হোটেলে অনেক ভালো মানের সার্ভিস, কমপ্লিমেন্টারী ব্রেকফাস্ট সহ রুম পেয়ে যাবেন। আর রুম বা ব্যালকনীতে বসেই উপভোগ করতে পারবেন সাগরের অপরুপ সৌন্দর্য। নিচে এক্সোটিকা সাম্পান হোটেলের ভাড়ার রেট নিচে দেওয়া হলো-

 এক্সোটিকা সাম্পানরুম ভাড়া ও খরচ-
ক্রমিক নং রুমের ধরণ রুমের ভাড়া ও খরচ
০১ ডিলাক্স টুইন স্যুট বেড ৬,০০০ টাকা
০২ ০৪ জনের জন্য কানেক্টিং স্যুট ১০,০০০ টাকা

5. হোটেল সী মুন (Hotel Sea Moon)

হোটেল সী মুন কলাতলী ডলফিন মোড়ে অবস্থিত। এই হোটেল বিভিন্ন মানের রুম, কনফারেন্স রুম, নিজস্ব রেস্টুরেন্ট, বার বি কিউ পার্টি সেন্টার সহ ৩ তারকা মানের হোটেলের সকল সুযোগ-সুবিধা। এই হোটেলে টপ ফ্লোর গুলো থেকে সাগরের অপরুপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

হোটেল সী মুন  রুম ভাড়া ও খরচ-
ক্রমিক নং রুমের ধরণ রুমের ভাড়া ও খরচ
০১ স্ট্যান্ডার্ড কাপল/টুইন (সমুদ্র দৃশ্য) ৩,০০০ টাকা
০২ ডিলাক্স কাপল/টুইন (সমুদ্র দৃশ্য)৩,৫০০ টাকা
০৩ ইন্টিরিয়র কাপল/টুইন (সমুদ্র দৃশ্য)  ৩,৫০০ টাকা
০৪ ডিলাক্স ফ্যামিলি (সমুদ্র দৃশ্য) ৬,০০০ টাকা
০৪ প্রিমিয়াম কাপল (সমুদ্র দৃশ্য) ৬,০০০ টাকা
০৫ গোল্ডেন হানিমুন কাপল (সমুদ্র দৃশ্য)    ৬,৫০০ টাকা
০৬ প্রিমিয়াম ফ্যামিলি (সমুদ্র দৃশ্য)  ৭,০০০ টাকা
০৭ প্ল্যাটিনাম হানিমুন কাপল (সমুদ্র দৃশ্য)  ৭,০০০ টাকা
০৮ প্ল্যাটিনাম ফ্যামিলি (সমুদ্র দৃশ্য)  ৮,০০০ টাকা

6. জলতরঙ্গ রেস্ট হাউজে (Jol Torongo)

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচে অবস্থিত জলতরঙ্গ রেস্ট হাউজ। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের এই রেস্ট হাউজে ৬টি ক্যাটাগরির (প্রিমিয়াম এক্সিকিউটিভ স্যুট থেকে শুরু করে ডিলাক্স) মোট ৮৫টি রুম রয়েছে। আছে ৮০ জন অথিতির জন্য ডাইনিং এরিয়া, হাই-টেক কনফারেন্স রুম, রুফটপ বারবিকিউ, রেস্তোঁরা, ফিটনেস সেন্টার এবং বাচ্চাদের খেলার মাঠ সহ একটি সুবিশাল সুইমিং পুল।

জলতরঙ্গ রেস্ট হাউজরুম ভাড়া ও খরচ-
ক্রমিক নং রুমের ধরণ রুমের ভাড়া ও খরচ
০১ ইকোনমি  ৮,৯২৫  টাকা
০২ সুপার ডিলাক্স   ১১,০০০ টাকা
০৩ সুপিরিয়র ডিলাক্স ১২,৭২০ টাকা
০৪ এক্সিকিউটিভ ডিলাক্স   ১৬,৫২৫ টাকা
০৫ ফ্যামিলি স্যুট   ২২,৮৪০  টাকা
০৬ এক্সিকিউটিভ স্যুট   ২৫,৩৭০ টাকা
০৭ প্রিমিয়ার স্যুট  ৫০,০০০ টাকা

7. ওশান প্যারাডাইস (Ocean Paradise Hotel & Resort)

কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট একটি লাক্সারিয়াস ৫ তারকা মানের হোটেল এন্ড রিসোর্ট। ওশান প্যারাডাইস কক্সবাজারের হোটেল ও রিসোর্টের মধ্যে অন্যতম অবস্থানে আছে। খরচ বেশি হলেও টপ ফ্লোরের রুম গুলো থেকে সুমদ্র দেখা যায়। নিচে ওশান প্যারাডাইস হোটেলের ভাড়ার রেট নিচে দেওয়া হলো-

ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট রুম ভাড়া ও খরচ-
ক্রমিক নং রুমের ধরণ রুমের ভাড়া ও খরচ
০১ ডিলাক্স  ১২,০০০  টাকা
০২ প্রিমিয়ার ডিলাক্স    ১২,০০০ টাকা
০৩ সুপিরিয়র ডিলাক্স ১৪,০০০ টাকা
০৪ জুনিয়র স্যুট    ১৬,০০০ টাকা
০৫ এক্সিকিউটিভ প্রিমিয়ার ডিলাক্স    ১৬,০০০  টাকা
০৬ এক্সিকিউটিভ স্যুট   ২৪,০০০ টাকা
০৮ হানিমুন স্যুট  ২৫,০০০ টাকা
০৯ ক্রিয়েটিভ স্টুডিও  ৩৫,০০০ টাকা
১০ প্রেসিডেন্সিয়াল স্যুট  ৯০,০০০ টাকা

8. নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট (Neeshorgo Hotel & Resort)

নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট কলাতলী ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। এখানে খুব সুন্দর ইনফিনিটি সুইমিং পুল সহ সি ভিউ হোটেলটি সার্ভিসের দিক থেকে অন্যতম! রিসোর্টির রুফটপ ভিউ সবার কাছে আকর্ষনীয়। বেস্ট সি ভিউ রুম পেতে হলে ৯-১২ তলা পর্যন্ত ফ্রন্ট সাইডের রুম গুলো বুকিং করতে পারেন-

 নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট রুম ভাড়া ও খরচ-
ক্রমিক নং রুমের ধরণ রুমের ভাড়া ও খরচ
০১ স্ট্যান্ডার্ড স্যুট (কাপল হিল ভিউ)   ৪,৫০০ টাকা
০২ ডিলাক্স সুপিরিয়র স্যুট (কাপল সি ভিউ)   ৫,৫০০ টাকা
০৩ ডিলাক্স প্রিমিয়ার স্যুট (পাহাড়ের দৃশ্য)  ৫,৫০০টাকা
০৪ ডিলাক্স প্রিমিয়ার স্যুট (টুইন বেড)   ৫,৫০০ টাকা
০৫ হানিমুন কাপল স্যুট    ৫,৫০০  টাকা
০৬ ডিলাক্স প্রিমিয়ার স্যুট (সি ভিউ)  ৬,০০০  টাকা
০৮ ডিলাক্স প্রিমিয়ার স্যুট (টুইন) ৭,০০০ টাকা
০৯ এক্সিকিউটিভ স্যুট (হিল ভিউ)  ৯,০০০ টাকা
১০ রয়েল স্যুট (হিল ভিউ)  ৯,০০০ টাকা
১১ প্রিমিয়ার স্যুট (সি ভিউ ১২,৫০০ টাকা
১২ প্ল্যাটিনাম স্যুট (সি ভিউ)  ২০,০০০ টাকা

9. বেওয়াচ রিসোর্ট (Baywatch)

বর্তমান সময়ের বেওয়াচ রিসোর্ট কক্সবাজারের সবথেকে লাক্সজারিয়াস স্টার হোটেলের মধ্যে অন্যতম নতুন একটি হোটেল। ইনানী বীচের কাছে নান্দনিক ইন্টেরিয়র, সুবিশাল লবি আর বিলাসবহুল রুম নিয়ে এই হোটেল সকল পর্যটকদের মন জয় করেছে। এই হোটেলের রুম থেকেই দেখা যাবে বিশাল সমুদ্র। হোটেলে রয়েছে ইনফিনিটি সুইমিং পুল, ক্যাফে, স্পা, কিডস প্লে জোন ও অন্যান্য সকল আধুনিক সুবিধা রয়েছে।

বেওয়াচ রিসোর্ট রুম ভাড়া ও খরচ-
ক্রমিক নং রুমের ধরণ রুমের ভাড়া ও খরচ
০১ সুপিরিয়র ডিলাক্স কিং ( হিল দৃশ্য) ১৪,০০০ টাকা
০২ সুপিরিয়র ডিলাক্স কিং (সমুদ্র দৃশ্য)১৮,৫০০ টাকা
০৩ এক্সিকিউটিভ স্যুট (সমুদ্র দৃশ্য)  ২৬,০০০ টাকা
০৪ হানিমুন স্যুট (সমুদ্র দৃশ্য) ৩১,৫০০ টাকা
০৪ ফ্যামিলি কানেক্টিং (সমুদ্র দৃশ্য) ৩৬,০০০ টাকা
০৫ প্রিমিয়াম স্যুট (সমুদ্র দৃশ্য)   ৬৫,০০০ টাকা
০৬ প্রেসিডেন্সিয়াল স্যুট (সমুদ্র দৃশ্য) ১,৫০,০০০ টাকা
০৭ রয়েল স্যুট (সমুদ্র দৃশ্য)   ১,৭০,০০০ টাকা


10. সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা (Sea Pearl Cox’s Bazar)

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে অবস্থিত ফাইভ স্টার সী পার্ল কক্সবাজার বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। কক্সবাজার শহরের কোলাহল থেকে মাত্র ৪০ মিনিটের দূরত্বে রিসোর্টি অবস্থিত। বিলাসবহুল রুম, স্যুট এবং দুইটি সুইমিং পুল (মহিলাদের জন্য আলাদা) ছাড়াও রিসর্টটিতে রয়েছে একটি ওয়াটার পার্ক, রেস্টুরেন্ট, বার, টেনিস এবং ব্যাডমিন্টন কোর্ট, 3D মুভি হল, বিলিয়ার্ডস, অ্যাম্ফিথিয়েটার, একটি বিলাসবহুল স্পা এবং একটি সুসজ্জিত জিম।

সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা  রুম ভাড়া ও খরচ-
ক্রমিক নং রুমের ধরণ রুমের ভাড়া ও খরচ
০১ সুপিরিয়র কিং/ সুপিরিয়র ডাবল (টুইন)   ৪,৯৯৯ টাকা
০২ স্টুডিও কিং(সি ভিউ) ৬,৪৫০ টাকা
০৩ এক্সিকিউটিভ স্যুট গার্ডেন ভিউ ব্যালকনি সহ   ৬,৬৭৫ টাকা
০৪ এক্সিকিউটিভ স্যুট সি ভিউ ব্যালকনি সহ   ৭,২০০ টাকা
০৫ রয়েল ফ্যামিলি স্যুট গার্ডেন ভিউ      ৭,৮০০  টাকা
০৬ ডিলাক্স প্রিমিয়ার স্যুট (সি ভিউ)   ১১,৪০০  টাকা
০৮ রয়েল ফ্যামিলি স্যুট সি ভিউ  ১৩,৬৫০ টাকা
০৯ রয়েল প্যারাডাইস স্যুট সি ভিউ   ৩৭,৯৫০  টাকা
১০ প্রেসিডেন্সিয়াল স্যুট সি ভিউ   ৫৬,৮৫০ টাকা

11. সী প্রিন্সেস হোটেল (Sea Princess Hotel)

সুগন্ধা সি বিচের কাছে অবস্থিত ৩ স্টার মানের সী প্রিন্সেস হোটেলে আছে রুম থেকে সমুদ্র দেখার ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত রুম, ওয়াই-ফাই এবং কেবল টিভি, পাশাপাশি রয়েছে গরম এবং ঠান্ডা পানির ব্যবস্থা। বেশিরভাগ রুম থেকেই সমুদ্রের দৃশ্য দেখার সুযোগ রয়েছে।

সী প্রিন্সেস হোটেল  রুম ভাড়া ও খরচ-
ক্রমিক নং রুমের ধরণ রুমের ভাড়া ও খরচ
০১ নিয়মিত কাপল  ৬,৫০০ টাকা
০২ নিয়মিত ডিলাক্স ৭,৫০০  টাকা
০৩ এক্সিকিউটিভ কাপল    ৭,৫০০  টাকা
০৪ এক্সিকিউটিভ কাপল (ভিআইপি)    ৮,৫০০ টাকা
০৫ এক্সিকিউটিভ স্যুট      ৮,৫০০  টাকা
০৬ এক্সিকিউটিভ ডিলাক্স   ৯,৫০০  টাকা
০৮ এক্সিকিউটিভ ডিলাক্স (ভিআইপি)   ১০,৫০০ টাকা
০৯ ফ্যামিলি স্যুট   ১১,০০০  টাকা
১০ ক্রাউন স্যুট    ১৪,৪৯০ টাকা

12. হোটেল সমুদ্র বিলাশ (Hotel Samudra Bilash)

কলাতলী মোড়ের একেবারে কাছে কম বাজেটের হোটেলের মধ্যে সী ভিউ সহ হোটেল সমুদ্র বিলাস। এটি সি ক্রাউন ও সায়মন হোটেলের মাঝামাঝিতে অবস্থিত। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ২৪ ঘন্টা জেনারেটর সার্ভিস, এল ই ডি টিভি, ফ্রি ওয়াইফাই, গরম পানির সুবিধা সহ রয়েছে প্রয়োজনীয় সকল সুবিধা।

 হোটেল সমুদ্র বিলাসরুম ভাড়া ও খরচ-
ক্রমিক নং রুমের ধরণ রুমের ভাড়া ও খরচ
০১ কাপল সাইড সি ভিউ   ৩,৫০০ টাকা
০২ কাপল ডাইরেক্ট সি ভিউ  ৪,৫০০টাকা

নোটঃ এখানে উল্লেখিত ভাড়া গুলো অপসিজিন ও অনসিজিন অনুযায়ী অনেক সময় কম বেশি হয়ে থাকে। আবার ভাড়ার উপর অনেক সময় সিজন ভেদে  ৫০ থেকে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়। 

৫০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া 2025

কক্সবাজারে কলাতলী থেকে লাবনী বিচে যাওয়ার সময় হাতের ডান দিকে অনেকগুলো হোটেল রয়েছে।এ ছাড়াও মেইন রাস্তা বাদে ভিতরের দিকে ৩/৪টা গলি রয়েছে। যার প্রতিটি গলিতেই অনেক হোটেল রয়েছে। ৫০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া করতে চাইলে অফসিজনে এই গলির ভিতরের হোটেল/এপার্টমেন্ট গুলো দেখতে পারেন। হোটেলে এক রুমে ৪ জন এবং এপার্টমেন্টে ১ ফ্ল্যাটে ৬-১০ জন পর্যন্ত থাকা যায়।

১০০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া 2025 

বাংলাদেশের মধ্যে কক্সবাজার হচ্ছে এমন একটি পর্যটন স্থান যেখানে সব সময় পর্যটকদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। তবে পর্যটনদের ভিড় বছরের শুরুর দিকে বেশি হয়ে থাকে। অর্থাৎ ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি যখন পড়বে সে সময়ে। সেই সময়ের আবহাওয়াটা অনেকটা শীতল এবং মনোরম পরিবেশ থাকে। যেটা একজন পর্যটনের জন্য অনেক আরামদায়ক।

আপনারা অনেকেই অর্থ সল্পতার কারণে হোটেল ভাড়াটা অনেক সময় সাশ্রয় করতে চান। এর জন্য আপনি ১০০০ হাজার টাকার মধ্যে হোটেল ভাড়া নিতে পারবেন। কক্সবাজারে কলাতলী থেকে লাবনী বিচে যাওয়ার সময় হাতের ডান দিকে অনেক গুলো হোটেল রয়েছে।

এ ছাড়াও মেইন রাস্তা বাদে ভিতরের দিকে ৩/৪টা গলি রয়েছে। যার প্রতিটি গলিতেই অনেক হোটেল রয়েছে।এখানে ১০০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া করতে চাইলে অফসিজনে এই গলির ভিতরের হোটেল/এপার্টমেন্ট গুলো দেখতে পারেন। হোটেলে এক রুমে ৪ জন এবং এপার্টমেন্টে ১ ফ্ল্যাটে ৬-১০ জন পর্যন্ত থাকা যায়।

কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া 2025

কক্সবাজার কলাতলীতে বিভিন্ন মানের অনেক হোটেল রয়েছে। কলাতলী সমুদ্রসৈকত তুলনা মূলক নিরাপদ হওয়ায় এখন পর্যটকরা এই বিচের আশে পাশের হোটেলে থাকতেই বেশি পছন্দ করে। মান ভেদে এখানের হোটেল গুলোর ভাড়া ১০০০ থেকে শুরু করে ৯০ হাজার পর্যন্ত হয়ে থাকে। উল্লেখ করার মত কয়েকটি হোটেল হচ্ছে, ওয়ার্ল্ড বিচ রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন, ওশ্যান প্যারাডাইস, সি মুন, সি ক্রাউন, সায়মান বিচ রিসোর্ট ইত্যাদি।

  • জলতরঙ্গ হোটেল কক্সবাজার ভাড়াঃ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তৈরি করা হোটেল হল জলতরঙ্গ। হোটেলটি বর্তমান সময়ে অনেক জনপ্রিয়তা পেয়েছে। এর ভাড়া ৮৯২৫ থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত। তবে সিজন ভেদে ডিসকাউন্টে সর্বনিম্ন ৫৫০০ টাকাতেও থাকা যায়।
  • নিসর্গ হোটেল কক্সবাজার ভাড়াঃ কক্সবাজার শহর থেকে কিছুটা দূরে মেরিন ড্রাইভ সড়কের উপর নিসর্গ হোটেল অবস্থিত। রুফটপ সুইমিংপুলের কারনে এ হোটেলটি অনেক জনপ্রিয়। মূলত রিসোর্টের নিয়মিত রুম ভাড়া ৪৫০০ থেকে ২০হাজার টাকা পর্যন্ত রয়েছে। তবে সিজনভেদে ডিসকাউন্ট অফারে সর্বনিম্ন ৩৫০০ টাকাতেও রুম পাওয়া যায়।
  • কক্সবাজার হোটেল সায়মন ভাড়াঃ ৪ তারকা মানের হোটেল গুলোর মধ্যে সায়মান সবচেয়ে বেশি জনপ্রিয়। কলাতলীতে অবস্থিত এই হোটেলের নিয়মিত ভাড়া ১২৫০০ থেকে ৪৮০০০ টাকা পর্যন্ত। সিজন ভেদে ডিসকাউন্ট অফারে সর্বনিম্ন ৭০০০ টাকাতে রুম পাওয়া যায়।
  • কক্সবাজার হোটেল সি প্যালেস ভাড়াঃ সুগন্ধা বিচের কাছাকাছি অবস্থিত হোটেল হচ্ছে সি প্যালেস।এখানকার রুম ভাড়া ৪০০০ থেকে ৬০০০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে সিজন ভেদে এই ভাড়া আরো বাড়তে পারে।
  • কক্সবাজার হোটেল কল্লোল ভাড়াঃ কক্সবাজার হোটেল কল্লোল মানুষের কম ভাড়ার জন্য অনেক জনপ্রিয়তা পেয়েছে।মূলত লাবনী পয়েন্টের কল্লোল হোটেলের রুম ভাড়া ৩০০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা হতে পারে।
  • কক্সবাজার হোটেল সিগ্যাল ভাড়াঃ কক্সবাজারে ঝাউবন এরিয়ায় সিগ্যাল হোটেল অবস্থিত। হোটেলের নিয়মিত ভাড়া ৯৫০০ থেকে ৬৩ হাজার টাকা। সিজন ভেদে ৬০% পর্যন্ত ডিসকাউন্ট থাকে।
  • কক্সবাজার হোটেল জামান ভাড়াঃ সল্প খরচে এক মাত্র জামান হোটেলেই সুইমিংপুল সুবিধা রয়েছে।এখানে ২৫০০ থেকে রুম ভাড়া শুরু। সিজন ভেদে রুম ভাড়া কম বেশি হয়ে থাকে।

কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার 2025

বাংলাদেশের সেরা পর্যটন এলাকার মধ্যে একটি হচ্ছে কক্সবাজার। কক্সবাজারে প্রতিবছর হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ ভ্রমণের জন্য যাই। এদের সবচাইতে যে সমস্যাটা বেশি হয় সেটা হচ্ছে হোটেলের রুম বুকিং দেওয়ার ব্যাপারে। বেশিরভাগ পর্যকের কাছে সঠিক ইনফরমেশন না থাকার কারণে বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে এবং দালালদের হাতে পড়েন। পয়সা খরচ করেও নিজের মন মত একটি হোটেল রুম পান না।

মূলত আপনাদের সুবিধার্থে কক্সবাজার সকল হোটেলের মোবাইল নাম্বার আমার এই আর্টিকেলের প্রকাশ করব। যাতে করে আপনারা খুব সহজেই কক্সবাজার সকল হোটেলের মোবাইল নাম্বার এই আর্টিকেল থেকে সংগ্রহ করে আগে থেকেই বুকিং দিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক কক্সবাজার সকল হোটেলের মোবাইল নাম্বার এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা-

  • 1.সায়মান বিচ রিসোর্ট মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার মোবাইলঃ 09610777888, 01401777888ই-মেইলঃ reservation@sayemanresort.com
  • 2. হোটেল সি ক্রাউন-  মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার মোবাইলঃ 0341-64795, 0341-64474, 01817089420 ই-মেইলঃ reservation@hotelseacrownbd.com 
  • 3. রামাদা উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্ট- মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার মোবাইলঃ 01896100012  ই-মেইলঃ info@ramadacoxsbazarkolatoli.com
  • 4. এক্সোটিকা সাম্পান হোটেল- মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার মোবাইলঃ 01876-000011, 0251063998 ই-মেইলঃ exsampancox@gmail.com 
  • 5. হোটেল সী মুন- কলাতলী কক্সবাজার, (হোল্ডিং-৬৫৪/১, নতুন-৮৭০/১), কক্সবাজার মোবাইলঃ 01872-604010, 01872604012 ই-মেইলঃ hotelseamoon@gmail.com
  • 6. জলতরঙ্গ রেস্ট হাউজে- আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউজ, লাবণী সৈকত, কক্সবাজার মোবাইলঃ 09610999333, 01769-107010, 01769-107011 ই-মেইলঃ reservation@joltorongo.com.bd 
  • 7. ওশান প্যারাডাইস- হোটেল মোটেল জোন, কলাতলী রোড, কক্সবাজার মোবাইলঃ 09619675675, 01938846761 ই-মেইলঃ reservation@oceanparadisehotel.com   
  • 8. নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট- ৪৯২, মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার মোবাইলঃ 01771-566673, 01779-969554 ই-মেইলঃ info@neeshorgo.com.bd 
  • 9. বেওয়াচ রিসোর্ট- ইনানী বীচ, কক্সবাজার ৪৭৫০ মোবাইলঃ 09666 800 100 ই-মেইলঃ reservation@baywatch.com.bd
  • 10. সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা- জালিয়াপালং, ইনানী, উখিয়া, কক্সবাজার মোবাইলঃ 01844016120, 01844016001 ই-মেইলঃ rsvn1@seapearlcoxsbazar.com 
  • 11. সী প্রিন্সেস হোটেল- কলাতলী মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার মোবাইলঃ 01712-577676, 01916447349  ই-মেইলঃ mizan7077@yahoo.com  
  • 12. হোটেল সমুদ্র বিলাশ- কলাতলী মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার মোবাইলঃ 01712-577676, 01916447349  ই-মেইলঃ mizan7077@yahoo.com  

কক্সবাজার হোটেল লিস্ট, ভাড়া ও মোবাইল নাম্বার 2025-শেষ কথা

উপরে উক্ত আর্টিকেলে আজ আপনাদের সাথে আলোচনার মুখ্য বিষয় ছিল ককক্সবাজার হোটেল লিস্ট, ভাড়া ও মোবাইল নাম্বার 2025  সম্পর্কে বিস্তারিত তথ্য। আশাকরি আজকের আর্টিকেলটি পড়ে  আপনার কাছে অনেক ভালো লাগবে। এমনই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আর্টিকেল প্রতিদিন পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url