ঢাকা টু বরিশাল লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৫
আপনি কি ঢাকা থেকে বরিশাল লঞ্চ সময়সূচী ও ভাড়া ২০২৫ সম্পর্কে জানতে গুগলে সার্চ করছেন বা সময়সূচী সম্পর্কে সঠিক তথ্য জানেন না? তাহলে আজকের এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই পোষ্টের মধ্যে থেকে জেনে নিতে পারেন ঢাকা থেকে বরিশাল লঞ্চ, ভাড়ার পরিমাণ ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য।
ঢাকা থেকে বরিশাল লঞ্চের মাধ্যমে অল্প খরচে এবং স্বল্প সময়ে যাতায়াত করতে চান কিন্তু কোন লঞ্চগুলো কখন চলাচল করে এবং লঞ্চের সময়সূচি ও ভাড়া সম্পর্কে ধারণা রাখেন না। বিশেষ করে এই তাদের জন্য আজকের এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময়ের লঞ্চঘাটে পৌঁছাতে না পারলে সঠিক সময় গন্তব্যে যাওয়া সম্ভব নয়। আশাকরি ঢাকা থেকে বরিশাল লঞ্চ ভ্রমন করার ক্ষেত্রে আপনাদের সহায়তা হবে।
পোস্ট সূচিপত্র.
ঢাকা টু বরিশাল লঞ্চের তালিকা ২০২৫
ঢাকা টু বরিশাল নদী পথে চলাচলের জন্য লঞ্চ অন্যতম জনপ্রিয় একটি উপায়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য নদী পথে ভ্রমণ করতে অনেক পছন্দ করেন, এর জন্য ঢাকা টু বরিশাল লঞ্চের নাম গুলো গুগলে সার্চ করে থাকেন। কারণ কোন লঞ্চ গুলো কখন চলাচল করে সে সম্পর্কে সঠিক তথ্য না থাকলে সঠিকভাবে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়।
আর ঢাকা টু বরিশাল নদী পথে চলাচল করার জন্য লঞ্চগুলো সম্পর্কে জানা প্রতিটি লঞ্চ যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আপনাদের জানার সুবিধার্থে, আজকের এই আর্টিকেলটি ঢাকা টু বরিশাল যেসব লঞ্চগুলো চলাচল করে তার তালিকা নিচে দেওয়া হলো-
ক্রমিক নং | লঞ্চের তালিকা |
---|---|
০১ | এম খান- ৭ |
০২ | এম ভি কীর্তনখোলা- ১০ |
০৩ | এম ভি পারাবত- ২ |
০৪ | এম ভি পারাবত- ৭ |
০৫ | এম ভি পারাবত- ৯ |
০৬ | এম ভি পারাবত- ১১ |
০৭ | এম ভি সুন্দরবন- ৭ |
০৮ | এম ভি সুন্দরবন- ৮ |
০৯ | এম ভি সুন্দরবন- ১১ |
১০ | এম ভি সুরভী- ৭ |
১১ | এম ভি সুরভী- ৮ |
১২ | এম ভি মানানি |
১৩ | এম ভি অ্যাডভেঞ্চার- ১ |
১৪ | এম ভি অ্যাডভেঞ্চার- ৯ |
১৫ | এমভি শুভরাজ-৯ |
উপরে উল্লেখিত যে লঞ্চগুলোর তালিকা আপনারা দেখতে পাচ্ছেন এই সব লঞ্চ গুলোই ঢাকা টু বরিশাল চলাচল করে থাকে। আপনারা চাইলে যে কোন একটি লঞ্চের মাধ্যমে নিরাপদ ভাবে গন্তব্য পৌঁছাতে পারেন।
ঢাকা টু বরিশাল লঞ্চ সময়সূচী ২০২৫
ঢাকা টু বরিশাল লঞ্চ সময়সূচী সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ থাকেন। কিন্তু সঠিক তথ্য খুজে পান না। তাই আপনাদের জানার সুবিধার্থে আজকের পোস্টটিতে ঢাকা টু বরিশাল সকল লঞ্চের সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব।
আপনারা ইতিপূর্বে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাতায়াত করে তার তালিকা সম্পর্কে জানতে পেরেছেন। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে ঢাকা টু বরিশাল লঞ্চ সময়সূচী নিচে উল্লেখ করা হলো-
ক্রমিক নং | লঞ্চের নাম | লঞ্চের সময়সূচী |
---|---|---|
০১ | এম খান- ৭ | রাত ৯:০০ টা |
০২ | এম ভি কীর্তনখোলা- ১০ | রাত ৯:০০ টা |
০৩ | এম ভি পারাবত- ২ | রাত ৮:৩০ মিনিট |
০৪ | এম ভি পারাবত- ৭ | রাত ৮:৩০ মিনিট |
০৫ | এম ভি পারাবত- ৯ | রাত ৮:৪৫ মিনিট |
০৬ | এম ভি পারাবত- ১১ | রাত ৮:৪৫ মিনিট |
০৭ | এম ভি সুন্দরবন- ৭ | রাত ৮:৩০ মিনিট |
০৮ | এম ভি সুন্দরবন- ৮ | রাত ৮:৪৫ মিনিট |
০৯ | এম ভি সুন্দরবন- ১১ | রাত ৮:৩০ মিনিট |
১০ | এম ভি সুরভী- ৭ | রাত ৮:৩০ মিনিট |
১১ | এম ভি সুরভী- ৮ | রাত ৮:৪৫ মিনিট |
১২ | এম ভি মানানি | রাত ৯:০০ টা |
১৩ | এম ভি অ্যাডভেঞ্চার- ১ | রাত ৯:০০ টা |
১৪ | এম ভি অ্যাডভেঞ্চার- ৯ | রাত ৯:০০ টা |
১৫ | এমভি শুভরাজ- ৯ | রাত ৯:০০ টা |
ঢাকা টু বরিশাল লঞ্চ ভাড়া ২০২৫
ঢাকা টু বরিশাল লঞ্চের ভাড়ার তালিকা জানার জন্য আপনারা অনেকেই গুগলে সার্চ করে থাকেন। কারণ ভ্রমণ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভাড়া! সেজন্য ঢাকা টু বরিশাল লঞ্চের ভাড়ার তালিকা জানা আপনার জন্য জরুরি। কেননা সঠিক ভাড়া জানা থাকলে ভাড়া নিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না।
মূলত ঢাকা টু বরিশাল লঞ্চের ভাড়া সিটের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়ে থাকে। এই পোস্টের মাধ্যমে ঢাকা টু বরিশাল লঞ্চ ভাড়া সম্পর্কে উল্লেখ করে দেওয়া হলো। তবে সময়ের সাথে লঞ্চের ভাড়া যে কোন সময় পরিবর্তন হতে পারে।
ক্রমিক নং | আসন বিন্যাস | ভাড়ার পরিমাণ |
---|---|---|
০১ | ডেক সিট | ২০০ টাকা |
০২ | সোফা | ৬০০ টাকা |
০৩ | সিঙ্গেল কেবিন | ১,০০০ টাকা |
০৪ | ডাবল কেবিন | ১,৮০০ টাকা |
০৫ | ফামিলি কেবিন | ২,৫০০ টাকা |
০৬ | সেমি ভি আইপি কেবিন | ৩,০০০ টাকা |
০৭ | ভি আইপি কেবিন | ৫,০০০ টাকা |
ঢাকা টু বরিশাল লঞ্চ বুকিং নাম্বার ২০২৫
ঢাকা টু বরিশাল লঞ্চে যাওয়ার জন্য লঞ্চের নাম, লঞ্চের সময়সূচি ও লঞ্চের ভাড়া কত ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জানার জন্য গুগলে সার্চ করে থাকেন। অথবা ঢাকা থেকে বরিশাল লঞ্চের মাধ্যমে যেতে চাচ্ছেন সে ক্ষেত্রে অগ্রিম টিকিট কাটতে চাচ্ছেন? বিশেষ করে তারা নিচে যোগাযোগ নাম্বার গুলো খুব সহজে জেনে নিতে পারবেন। এছাড়াও জেনে নিতে পারবেন লঞ্চের সময়সূচী সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আপনাদের জানার সুবিধার্থে যোগাযোগ নাম্বার গুলো নিচে উল্লেখ করে দেওয়া হচ্ছে।
ক্রমিক নং | লঞ্চের নাম | লঞ্চের বুকিং নাম্বার |
---|---|---|
০১ | এম খান ৭ | 01332-528602 |
০২ | এম ভি কীর্তনখোলা ১০ | 01778-786954 |
০৩ | এম ভি পারাবত ২ | 01715-384131 |
০৪ | এম ভি পারাবত ৭ | 01711-346080 |
০৫ | এম ভি পারাবত ৯ | 01552-429746 |
০৬ | এম ভি পারাবত ১১ | 01552-429746 |
০৭ | এম ভি সুন্দরবন ৭ | 01711-358838 |
০৮ | এম ভি সুন্দরবন ৮ | 01758-113011 |
০৯ | এম ভি সুন্দরবন ১১ | 01718-024067 |
১০ | এম ভি সুরভী ৭ | 01712-772786 |
১১ | এম ভি সুরভী ৮ | 01712-772786 |
১২ | এম ভি মানানি | 01309-033586 |
১৩ | এম ভি অ্যাডভেঞ্চার- ১ | 01747-686963 |
১৪ | এম ভি অ্যাডভেঞ্চার- ১ | 01746-174594 |
১৫ | এমভি শুভরাজ-৯ | 01757616667 |
ঢাকা টু বরিশাল দূরত্ব কত কিলোমিটার
ঢাকা টু বরিশাল দূরত্ব কত কিলোমিটার সে সম্পর্কে প্রায় অধিকাংশ লঞ্চ যাত্রী জানার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা ঢাকা টু বরিশাল কত কিলোমিটার সে সম্পর্কে জেনে নিতে পারবেন-
- গুগল ম্যাপের তথ্য অনুযায়ী ঢাকা টু বরিশালের দূরত্ব হচ্ছে প্রায় ১৮০.০৬ কিলোমিটার।
ঢাকা টু বরিশাল লঞ্চে যেতে কত সময় লাগে
ঢাকা টু বরিশাল লঞ্চে যেতে কত সময় লাগে সে সম্পর্কে যারা নিয়মিত ভ্রমণ করে থাকেন তারা জানলেও যারা নতুন ভ্রমণ করতে চাচ্ছেন তাদের প্রায় অনেকের জানা থাকে না, যা আজকের এই পোস্টের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন-
- ঢাকা টু বরিশাল লঞ্চে যেতে প্রায় সময় লাগতে পারে ৭ থেকে ৮ ঘন্টা।
ঢাকা থেকে বরিশাল লঞ্চ সময়সূচী ও ভাড়া-শেষ কথা
আমাদের আজকের আর্টিকেলের মূল বিষয় হচ্ছে ঢাকা থেকে বরিশাল লঞ্চ সময়সূচী ও ভাড়া সে সম্পর্কে। সাথে আরও আলোচনা করেছি লঞ্চের ভাড়া, বুকিং নাম্বার ও ঢাকা থেকে বরিশাল দূরত্ব কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।
আজকের পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনি বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো লঞ্চ সম্পর্কিত পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url