রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
রংপুর এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে আপনি কি ঢাকা টু রংপুর এবং রংপুর টু ঢাকা যাতায়াত করতে চান? তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই আর্টিকেলের মধ্যে রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। চলুন তাহলে নিচে জেনে নেওয়া যাক, ঢাকা টু রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে।
ঢাকা থেকে রংপুর যাত্রার ক্ষেত্রে অনেকেই ট্রেন ভ্রমণ আরামদায়ক এবং নিরাপদ বলে পছন্দ করে থাকেন। আর সেজন্য বেশির ভাগ মানুষ রংপুর টু ঢাকা এবং ঢাকা টু রংপুর ট্রেনের মাধ্যমে চলাচল করতে চান, কিন্তু অনেকেই সময়সূচী সম্পর্কে ধারণা রাখেন না। তাই নিচে থেকে ঢাকা টু রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিতে পারেন।
পোস্ট সূচিপত্র.
রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আকরি রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জেনে নিতে পারবেন।
আপনারা যারা ঢাকা থেকে রংপুর এবং রংপুর এক্সপ্রেস থেকে ঢাকা ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চাচ্ছেন, অবশ্যই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা ট্রেনের সময়সূচী সম্পর্কে না জানলে সঠিক সময়ে স্টেশনে পৌঁছাতে পারবেন না। তাই রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো-
ক্রমিক নং | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|
০১ | ঢাকা টু রংপুর | সকাল ৯ঃ১০ মিনিট | রাত ৭ঃ০০ টা | সোমবার |
০২ | রংপুর টু ঢাকা | রাত ৮ঃ০০ টা | সকাল ৬ঃ০০ টা | রবিবার |
ঢাকা টু রংপুর - রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ক্রমিক নং | স্টেশনের নাম | ট্রেনের সময়সূচী |
---|---|---|
০১ | ঢাকা কমলাপুর শুরু | সকাল ৯.১০ মিনিট |
০২ | বিমানবন্দর | সকাল ৯.৩৮ মিনিট |
০৩ | ইব্রাহিমাবাদ | সকাল ১১.৩৫ মিনিট |
০৪ | চাটমোহর | দুপুর ১২.৩৪ মিনিট |
০৫ | নাটোর | দুপুর ১.৪৬ মিনিট |
০৬ | সান্তাহার | দুপুর ২.৫০ মিনিট |
০৭ | তালোড়া | দুপুর ৩.১৫ মিনিট |
০৮ | বগুড়া | দুপুর ৩.৪১ মিনিট |
০৯ | সোনাতলা | বিকাল ৪.১৩ মিনিট |
১০ | বোনার পাড়া | বিকাল ৪.৪০ মিনিট |
১১ | গাইবান্ধা | বিকাল ৫.০৮ মিনিট |
১২ | বামনডাঙ্গা | বিকাল ৫.৪০ মিনিট |
১৩ | পীরগাছা | সন্ধ্যা ৬.০০ টা |
১৪ | কাউনিয়া | সন্ধ্যা ৬.৩৬ মিনিট |
১৫ | রংপুর | সন্ধ্যা ৭.০০ টা |
১৬ | কুড়িগ্রাম | রাত ৭.২০ মিনিট |
রংপুর টু ঢাকা-রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ক্রমিক নং | স্টেশনের নাম | ট্রেনের সময়সূচী |
---|---|---|
০১ | কুড়িগ্রাম | রাত ৭.৩০ মিনিট |
০২ | রংপুর | রাত ৮.০০ টা |
০৩ | কাউনিয়া | রাত ৮.৪০ মিনিট |
০৪ | পীরগাছা | রাত ৮.৫৮ মিনিট |
০৫ | বামনডাঙ্গা | রাত ৯.১৮ মিনিট |
০৬ | গাইবান্ধা | রাত ৯.৫২ মিনিট |
০৭ | বোনার পাড়া | রাত ১০.২৫ মিনিট |
০৮ | সোনাতলা | রাত ১০.৪৪ মিনিট |
০৯ | বগুড়া | রাত ১১.২০ মিনিট |
১০ | তালোড়া | রাত ১১.৪২মিনিট |
১১ | সান্তাহার | রাত ১২.১৫ মিনিট |
১২ | নাটোর | রাত ১.২৮ মিনিট |
১৩ | ইব্রাহিমাবাদ | ভোর ৩.৩৬ মিনিট |
১৪ | ঢাকা কমলাপুর | সকাল ৬.০০ টা |
রংপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫
রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। তবে অনেকেই রয়েছেন যারা রংপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার পরিমাণ সম্পর্কে জানার জন্য অনলাইনে খোঁজাখুঁজি করে থাকেন। বিশেষ করে তাদের জন্য জেনে নেওয়া যাক রংপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার পরিমাণ সম্পর্কে-
আসন বিন্যাস | ভাড়ার পরিমাণ |
---|---|
ঢাকা টু রংপুর | শোভন চেয়ার ৬৮০, স্নিগ্ধা ১৩০০, এসি সিট ১৫৫৯ টাকা |
ঢাকা টু নাটোর | শোভন চেয়ার ৪২০, স্নিগ্ধা ৮০৫, এসি সিট ৯৬৬ টাকা |
ঢাকা টু চাটমোহর | শোভন চেয়ার ৩৬০, স্নিগ্ধা ৬৮৫, এসি সিট ৮২৩ টাকা |
ঢাকা টু সান্তাহার | শোভন চেয়ার ৪৭৫, স্নিগ্ধা ৯০৯, এসি সিট ১০৮৭ টাকা |
ঢাকা টু গাইবান্ধা | শোভন চেয়ার ৫৯৫, স্নিগ্ধা ১১৩৯, এসি সিট ১৩৬৯ টাকা |
ঢাকা টু কাউনিয়া | শোভন চেয়ার ৬৮০, স্নিগ্ধা ১৩০০, এসি সিট ১৫৫৯ টাকা |
ঢাকা টু কুড়িগ্রাম | শোভন চেয়ার ৬৮০, স্নিগ্ধা ১৩০০, এসি সিট ১৫৫৯ টাকা |
রংপুর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিকের ছুটির দিন
প্রতিটি আন্তঃনগর ট্রেনের নির্দিষ্ট একটি সাপ্তাহিকের ছুটির দিন রয়েছে। তবে রংপুর এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিকে ছুটির দিন হচ্ছে সোমবার ও রবিবার। তবে বর্তমান সময়ে বাংলাদেশ রেলওয়ে তথ্য অনুযায়ী ঢাকা টু রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) ট্রেনটির সাপ্তাহিকে ছুটির দিন হচ্ছে সোমবার আর রংপুর টু ঢাকাগামী রংপুর এক্সপ্রেস (৭৭২) সাপ্তাহিকে ছুটির দিন হচ্ছে সোমবার ও রবিবার। অর্থাৎ সাপ্তাহিকে ছুটির দিন ব্যতীত প্রতিদিন নিয়মিত চলাচল করে থাকে।
রংপুর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ
আপনারা যারা রংপুর এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে চিলাহাটি থেকে ঢাকা এবং ঢাকা থেকে চিলাহাটি যাতায়াত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অনেকেই জানতে চান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি কোন কোন রেলওয়ে স্টেশনে স্টপেজ দিয়ে থাকে। তাহলে চলুন রংপুর এক্সপ্রেস ট্রেনটির স্টপেজ স্টেশন গুলো সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক-
ঢাকা টু পঞ্চগড় রংপুর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন
- ঢাকা কমলাপুর (যাত্রা শুরু)
- বিমানবন্দর বিরতি প্রদান করে- ৫ মিনিট
- সেতু পূর্ব (ইব্রাহিমাবাদ)- ২ মিনিট
- চাটমোহর- ৩ মিনিট
- নাটোর- ৩ মিনিট
- সান্তাহার- ২ মিনিট
- তালোড়া- ২ মিনিট
- বগুড়া- ৫মিনিট
- সোনাতলা- ২ মিনিট
- বোনারপাড়া- ১০ মিনিট
- গাইবান্ধা- ৫ মিনিট
- বামনডাঙ্গা- ৩ মিনিট
- পীরগাছা- ২ মিনিট
- কাউনিয়া- ২০ মিনিট
- রংপুর - ২ মিনিট
- কুড়িগ্রাম যাত্রা শেষ
পঞ্চগড় টু ঢাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন
- কুড়িগ্রাম - ২ মিনিট
- রংপুর- ২ মিনিট
- কাউনিয়া- ২ মিনিট
- পীরগাছা- ২ মিনিট
- বামনডাঙ্গা- ২ মিনিট
- গাইবান্ধা- ২ মিনিট
- বোনারপাড়া- ২ মিনিট
- সোনাতলা- ২ মিনিট
- বগুড়া- ২ মিনিট
- তালোড়া- ২ মিনিট
- সান্তাহার- ২ মিনিট
- নাটোর- ২ মিনিট
- সেতু পূর্ব (ইব্রাহিমাবাদ)- ২ মিনিট
- বিমানবন্দর বিরতি প্রদান করে- ৫ মিনিট
- ঢাকা কমলাপুর (যাত্রা শেষ)
রংপুর এক্সপ্রেস অনলাইন টিকেট
রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট আপনি ঘরে বসেই খুব সহজে অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারেন। আপনারা যারা রংপুর এক্সপ্রেস ট্রেনটির টিকিট ক্রয় করতে চাচ্ছেন সেক্ষেত্রে https://eticket.railway.gov.bd/ এই ওয়েবসাইটের প্রবেশ করে আপনার জাতীয় পরিচয় পত্র, আপনারা মোবাইল নাম্বার ও ইমেইল দিয়ে একটি একাউন্ট খুলতে পারেন। এর ফলে আপনি খুব সহজেই রংপুর এক্সপ্রেস ট্রেনটির টিকিট ক্রয় করতে পারবেন।
রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া-শেষ কথা
উপরোক্ত আলোচনার মূলবিষয় হচ্ছে রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে। এছাড়াও রংপুর এক্সপ্রেস ট্রেনটি কোথায় কোথায় বিরতি দিয়ে থাকে, রংপুর এক্সপ্রেস ট্রেনের অনলাইন টিকিট এবং রংপুর এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিকের ছুটির দিন কবে ইত্যাদি সম্পর্কে।
আপনারা যারা ঢাকা থেকে কিংবা রংপুর থেকে ঢাকা ভ্রমণ করতে চাচ্ছেন অবশ্যই সময়সূচী সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারেন এবং ভাড়ার তালিকা সম্পর্কেও জেনে নিতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ট্রেনের সম্পর্কিত আরোও পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url