একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

একতা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে আপনি কি ঢাকা টু একতা এবং একতা টু ঢাকা যাতায়াত করতে চান? তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই  আর্টিকেলের মধ্যে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। চলুন তাহলে নিচে জেনে নেওয়া যাক, ঢাকা টু একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে।

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

ঢাকা থেকে একতা যাত্রার ক্ষেত্রে অনেকেই ট্রেন ভ্রমণ আরামদায়ক এবং নিরাপদ বলে পছন্দ করে থাকেন। আর সেজন্য বেশির ভাগ মানুষ একতা টু ঢাকা এবং ঢাকা টু একতা ট্রেনের মাধ্যমে চলাচল করতে চান, কিন্তু অনেকেই সময়সূচী সম্পর্কে ধারণা রাখেন না। তাই নিচে থেকে ঢাকা টু একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী নিতে পারেন।

পোস্ট সূচিপত্র.

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ গুগলে সার্চ করে থাকেন। তাই আপনাদের জানার সুবিধার্থে, এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে, আশা করি একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে জেনে নিতে পারবেন।

আপনারা যারা ঢাকা থেকে একতা এবং একতা এক্সপ্রেস থেকে ঢাকা ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চাচ্ছেন, অবশ্যই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। কেননা ট্রেনের সময়সূচী সম্পর্কে না জানলে সঠিক সময়ে স্টেশনে পৌঁছাতে পারবেন না। তাই একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হলো-

ক্রমিক নং ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় ছুটির দিন
০১ ঢাকা টু পঞ্চগড় সকাল ১০ঃ১৫ মিনিট রাত ৯ঃ০০ টা নেই
০২ পঞ্চগড় টু ঢাকা রাত ৯.১০ মিনিট সকাল ৭.২০ মিনিট নেই

ঢাকা টু পঞ্চগড়-একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

স্টেশনের নাম ট্রেনের সময়সূচী
ঢাকা কমলাপুর শুরু সকাল ১০.১৫ মিনিট
বিমানবন্দর সকাল ১০.৪৩ মিনিট
জয়দেবপুর সকাল ১১.০৯ মিনিট
টাঙ্গাইল
দুপুর ১২.০৫  মিনিট
ইব্রাহিমাবাদ দুপুর ১২.২৭ মিনিট
শহীদ মনসুর আলী
দুপুর ১২.৪৫  মিনিট
উল্লাপাড়া
দুপুর ১.০৪ মিনিট
ঈশ্বরদী বাইপাসদুপুর ২.১১ মিনিট
নাটোর দুপুর ২.৫৭ মিনিট
সান্তাহার বিকাল ৪.০৫ মিনিট
আখিলপুর বিকাল ৪.২৭ মিনিট
জয়পুরহাট বিকাল ৪.৫৩ মিনিট
পাঁচবিবি বিকাল ৫.১৪ মিনিট
বিরামপুর বিকাল ৫.৩৭ মিনিট
ফুলবাড়ি সন্ধ্যা ৫.৫১ মিনিট
পার্বতীপুর সন্ধ্যা ৬.২৫ মিনিট
চিনির বন্দর সন্ধ্যা ৬.৪২ মিনিট
দিনাজপুড় রাত ৭.০৫ মিনিট
সেতাবগঞ্জ রাত ৭.৩৭ মিনিট
পীরগঞ্জ রাত ৭.৫৩ মিনিট
ঠাকুরগাঁও রোড রাত ৮.১৮ মিনিট
রুহিয়া রাত ৩.৩৫ মিনিট
কিসমাত রাত ৮.৪৪ মিনিট
পঞ্চগড় শেষ রাত ৯.০০ টা

পঞ্চগড় টু ঢাকা একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

স্টেশনের নাম ট্রেনের সময়সূচী
পঞ্চগড় শুরু রাত ৯.১০ মিনিট
কিসমাত রাত ৯.২৭ মিনিট
রুহিয়া রাত ৯.৩৬ মিনিট
ঠাকুরগাঁও রোড রাত ৯.৫৪ মিনিট
পীরগঞ্জ
রাত ১০.১৮ মিনিট
সেতাবগঞ্জ রাত ১০.৩৪ মিনিট
দিনাজপুড়
রাত ১১.১৩ মিনিট
চিনির বন্দর রাত ১১.৩২ মিনিট
পার্বতীপুর রাত ১১.৫৫ মিনিট
ফুলবাড়ি রাত ১২.৩১ মিনিট
বিরামপুর রাত ১২.৪৫ মিনিট
পাঁচবিবি রাত ১.০৭ মিনিট
জয়পুরহাট রাত ১.২১ মিনিট
আখিলপুর রাত ১.৩৭ মিনিট
সান্তাহার রাত ২.০০ টা
নাটোর রাত ২.৪৪ মিনিট
উল্লাপাড়া রাত ৪.১৫ মিনিট
ইব্রাহিমাবাদভোর ৪.৫২ মিনিট
টাঙ্গাইল সকাল ৫.১৪ মিনিট
জয়দেবপুর সকাল ৬.২১ মিনিট
ঢাকা কমলাপুর সকাল ৭.২০ মিনিট

একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫ 

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। তবে অনেকেই রয়েছেন যারা একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার পরিমাণ সম্পর্কে জানার জন্য অনলাইনে খোঁজাখুঁজি করে থাকেন। বিশেষ করে তাদের জন্য জেনে নেওয়া যাক একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার পরিমাণ সম্পর্কে-

আসন বিন্যাস ভাড়ার পরিমাণ
ঢাকা টু পঞ্চগড়  শোভন চেয়ার ৭৪০, স্নিগ্ধা ১৪২১, এসি সিট ১৭০২ টাকা
ঢাকা টু কিসমাত শোভন চেয়ার ৭৪০, স্নিগ্ধা ১৪২১, এসি সিট ১৭০২ টাকা
ঢাকা টু রুহিয়া শোভন চেয়ার ৭১৫, স্নিগ্ধা ১৩৩৪, এসি সিট ১৫৯৯ টাকা
ঢাকা টু ঠাকুরগাঁও রোড শোভন চেয়ার ৬৯৫, স্নিগ্ধা ১২৭১, এসি সিট ১৫২৪ টাকা
ঢাকা টু পীরগঞ্জশোভন চেয়ার ৬৭০, স্নিগ্ধা ১২৮৮, এসি সিট ১৫৪১ টাকা
ঢাকা টু সেতাবগঞ্জশোভন চেয়ার ৬৫৫, স্নিগ্ধা ১২৬০, এসি সিট ১৫০৭ টাকা
ঢাকা টু দিনাজপুড়শোভন চেয়ার ৬৩০, স্নিগ্ধা ১২০৮, এসি সিট ১৪৪৪ টাকা
ঢাকা টু চিনির বন্দরশোভন চেয়ার ৬০৫, স্নিগ্ধা ১১৫৬, এসি সিট ১৩৮৬ টাকা
ঢাকা টু পার্বতীপুরশোভন চেয়ার ৫৮৫, স্নিগ্ধা ১১২২,  এসি সিট ১৩৪৬ টাকা
ঢাকা টু ফুলবাড়িশোভন চেয়ার ৫৬৫, স্নিগ্ধা ১০৮১, এসি সিট ১২৯৪ টাকা
ঢাকা টু বিরামপুরশোভন চেয়ার ৫৫০, স্নিগ্ধা ১০৫৩, এসি সিট ১২৬৫ টাকা
ঢাকা টু জয়পুরহাট শোভন চেয়ার ৫১০, স্নিগ্ধা ৯৭৮, এসি সিট ১১৭৩ টাকা
ঢাকা টু সান্তাহার শোভন চেয়ার ৪৭৫, স্নিগ্ধা ৯০৯, এসি সিট ১০৮৭ টাকা
ঢাকা টু নাটোর শোভন চেয়ার ৪২০, স্নিগ্ধা ৮০৫, এসি সিট ৯৬৬ টাকা
ঢাকা টু উল্লাপাড়াশোভন চেয়ার ৩২০, স্নিগ্ধা ৬১৬, এসি সিট ৭৩৬ টাকা
ঢাকা টু টাঙ্গাইলশোভন চেয়ার ১৪০, স্নিগ্ধা ২৭১, এসি সিট ৩২২ টাকা
ঢাকা টু ইব্রাহিমাবাদশোভন চেয়ার ১৪০, স্নিগ্ধা ২৭১, এসি সিট ৩২২ টাকা
ঢাকা টু জয়দেবপুরশোভন চেয়ার ১৪০, স্নিগ্ধা ২৭১, এসি সিট ৩২২ টাকা

একতা এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিকের ছুটির দিন

প্রতিটি আন্তঃনগর ট্রেনের নির্দিষ্ট একটি সাপ্তাহিকের ছুটির দিন রয়েছে। তবে একতা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিকে ছুটির দিন নেই। বর্তমান সময়ে বাংলাদেশ রেলওয়ে তথ্য অনুযায়ী ঢাকা টু পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস (৭০৫) ট্রেনটি ও আর পঞ্চগড় টু ঢাকাগামী  একতা এক্সপ্রেস  (৭০৬) ট্রেনটি সপ্তাহের প্রতিদিন অর্থাৎ  ৭ দিন নিয়মিত চলাচল করে থাকে। 

একতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ

আপনারা যারা একতা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে চিলাহাটি থেকে ঢাকা এবং ঢাকা থেকে চিলাহাটি  যাতায়াত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অনেকেই জানতে চান, একতা এক্সপ্রেস ট্রেনটি কোন কোন রেলওয়ে স্টেশনে স্টপেজ দিয়ে থাকে। তাহলে চলুন একতা এক্সপ্রেস ট্রেনটির স্টপেজ স্টেশন গুলো সম্পর্কে নিচে জেনে নেওয়া যাক-

ঢাকা টু পঞ্চগড় একতা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন

  • ঢাকা কমলাপুর (যাত্রা শুরু)
  • বিমানবন্দর বিরতি প্রদান করে- ৫ মিনিট
  • জয়দেবপুর- ৩ মিনিট
  • টাঙ্গাইল- ২ মিনিট
  • ইব্রাহিমাবাদ- ২ মিনিট
  • শহীদ এম মনসুর আলী- ২ মিনিট
  • উল্লাপাড়া- ৩ মিনিট
  • ঈশ্বরদী বাইপাস- ২ মিনিট
  • নাটোর- ৪ মিনিট
  • সান্তাহার- ৫ মিনিট
  • আখিলপুর- ২ মিনিট
  • জয়পুরহাট- ৩ মিনিট
  • পাঁচবিবি- ২ মিনিট
  • বিরামপুর- ৩ মিনিট
  • ফুলবাড়ি- ৩ মিনিট
  • পার্বতীপুর- ১০ মিনিট
  • চিনির বন্দর- ২ মিনিট
  • দিনাজপুর-৫ মিনিট
  • সেতাবগঞ্জ- ২ মিনিট
  • পীরগঞ্জ- ২ মিনিট
  • ঠাকুরগাঁও রোড - ৩ মিনিট
  • রুহিয়া - ২ মিনিট
  • কিসমত - ২ মিনিট
  • পঞ্চগড় (যাত্রা শেষ)

পঞ্চগড় টু ঢাকা একতা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন

  •  পঞ্চগড় (যাত্রা শুরু)
  • কিসমত - ২ মিনিট
  • রুহিয়া - ২ মিনিট
  • ঠাকুরগাঁও রোড - ৩ মিনিট
  • পীরগঞ্জ- ২ মিনিট
  • সেতাবগঞ্জ- ২ মিনিট
  • দিনাজপুর-৮ মিনিট
  • চিনির বন্দর- ২ মিনিট
  • পার্বতীপুর- ৫ মিনিট
  • ফুলবাড়ি- ৩ মিনিট
  • বিরামপুর- ৩ মিনিট
  • পাঁচবিবি- মিনিট
  • জয়পুরহাট- ৩ মিনিট
  • আকিলপুড়- মিনিট
  • সান্তাহার- ৫ মিনিট
  • নাটোর- ৩ মিনিট
  • উল্লাপাড়া- ৩ মিনিট
  • ইব্রাহিমাবাদ- ২ মিনিট
  • টাঙ্গাইল- ২ মিনিট
  • জয়দেবপুর- ৩ মিনিট
  • ঢাকা কমলাপুর  (যাত্রা শেষ)

একতা এক্সপ্রেস অনলাইন টিকেট

একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট আপনি ঘরে বসেই খুব সহজে অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারেন। আপনারা যারা একতা এক্সপ্রেস ট্রেনটির টিকিট ক্রয় করতে চাচ্ছেন সেক্ষেত্রে https://eticket.railway.gov.bd/ এই ওয়েবসাইটের প্রবেশ করে আপনার জাতীয় পরিচয় পত্র, আপনারা মোবাইল নাম্বার ও ইমেইল দিয়ে একটি একাউন্ট খুলতে পারেন। এর ফলে আপনি খুব সহজেই একতা এক্সপ্রেস ট্রেনটির টিকিট ক্রয় করতে পারবেন।

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া-শেষ কথা

উপরোক্ত আলোচনার মূলবিষয় হচ্ছে একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে। এছাড়াও একতা এক্সপ্রেস ট্রেনটি কোথায় কোথায় বিরতি দিয়ে থাকে, একতা এক্সপ্রেস ট্রেনের অনলাইন টিকিট এবং একতা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিকের ছুটির দিন কবে ইত্যাদি সম্পর্কে।

আপনারা যারা ঢাকা থেকে কিংবা একতা থেকে ঢাকা ভ্রমণ করতে চাচ্ছেন অবশ্যই সময়সূচী সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারেন এবং ভাড়ার তালিকা সম্পর্কেও জেনে  নিতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ট্রেনের সম্পর্কিত আরোও পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url