ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে গুগলে সার্চ করছেন? বা ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ জানতে চাচ্ছেন? তাহলে নিচের পোস্টটি সম্পূর্ণ পড়ুন। কারণ আজকের পোস্টের মধ্যে আলোচনা করেছি ঢাকা টু জয়দেবপুর ট্রেনের তালিকা, ভাড়া ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য।
আপনারা অনেকেই আছেন যারা ঢাকা টু জয়দেবপুর ভ্রমণের উদ্দেশ্যে বা কোন কাজের জন্য যেতে চান, তাবে এই পোস্টটি থেকে আপনারা ভাড়া ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। ঢাকা টু জয়দেবপুর ট্রেন ভ্রমন করার ক্ষেত্রে আপনাদের অনেক কাজে আসবে এবং আশাকরি ট্রেন ভ্রমণের আপনাদের সহায়তা হবে।
পোস্ট সূচিপত্র.
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের তালিকা ২০২৫
ঢাকা টু জয়দেবপুর বাসের মাধ্যমে যাতায়াত করা গেলেও আরামদায়ক ও কম খরচে ভ্রমণের জন্য প্রায় অধিকাংশ মানুষ ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতে চান। কিন্তু ঢাকা থেকে জয়দেবপুর কোন ট্রেনগুলো চলাচল করে থাকে এবং সময়সূচী সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না। যার ফলে একটি বিভ্রান্তিকর পরিস্থিতির ভিতরে পড়তে হয়।
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের তালিকা জানার জন্য আপনারা অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন। তবে আজকে আপনারা সঠিক জায়গাতে এসেছেন। প্রতিদিন ঢাকা টু জয়দেবপুরগামী একাধিক ট্রেন চলাচল করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলো নিচে তালিকা দেওয়া হলো-
- একতা এক্সপ্রেস (৭০৫)
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩)
- যমুনা এক্সপ্রেস (৭৪৫)
- লালমনি এক্সপ্রেস (৭৫১)
- সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩)
- দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭)
- পদ্মা এক্সপ্রেস (৭৫৯)
- চিত্রা এক্সপ্রেস (৭৬৪)
- ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯)
- সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬)
- হাওর এক্সপ্রেস (৭৭৮)
- জামালপুর এক্সপ্রেস (৭৯৯)
- চিলাহাটি এক্সপ্রেস (৮০৫)
- টাঙ্গাইল কমিউটার (১০৩৩)
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ২০২৫
ক্রমিক নং | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|
০১ | একতা এক্সপ্রেস (৭০৫) | সকাল ১০:১৫ মিনিট | দুপুর ১১:০৫ মিনিট | নাই |
০২ | ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩) | সন্ধ্যা ৭:০৫ মিনিট | সন্ধ্যা ৭:০৫ মিনিট | নাই |
০৩ | যমুনা এক্সপ্রেস (৭৪৫) | বিকাল ৪:৪৫ মিনিট | বিকাল ৫:৩৪মিনিট | নাই |
০৪ | লালমনি এক্সপ্রেস (৭৫১) | রাত ৯:৪৫ মিনিট | রাত ১০:৩৬ মিনিট | শুক্রবার |
০৫ | সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) | দুপুর ২:৪০ মিনিট | দুপুর ৩:৩০ মিনিট | রবিবার |
০৬ | দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭) | রাত ৮:০০ মিনিট | রাত ৮: ৫৩ মিনিট | নাই |
০৭ | পদ্মা এক্সপ্রেস (৭৫৯) | রাত ১০:৪৫ মিনিট | রাত ১১:৩৬ মিনিট | মঙ্গলবার |
০৮ | চিত্রা এক্সপ্রেস (৭৬৪) | সন্ধ্যা ৬:৩০ মিনিট | রাত ৭:৪০ মিনিট | রবিবার |
০৯ | ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) | সকাল ৬:০০ টা | সকাল ৬: ৫০ মিনিট | বৃহস্পতিবার |
১০ | সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) | বিকাল ৪:১৫ মিনিট | বিকাল ৫:০৬ মিনিট | রবিবার |
১১ | হাওর এক্সপ্রেস (৭৭৮) | রাত ১০:১৫ মিনিট | রাত ১১:০৫মিনিট | বুধবার |
১২ | জামালপুর এক্সপ্রেস (৭৯৯) | সকাল ১০:০০ মিনিট | সকাল ১০:৫০ মিনিট | রবিবার |
১৩ | চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) | বিকাল ৫:০০ টা | বিকাল ৫:৫১ মিনিট | শনিবার |
১৪ | টাঙ্গাইল কমিউটার (১০৩৩) | রাত ৬:০০ মিনিট | সন্ধ্যা ৬: ৫০ মিনিট | শুক্রবার |
ঢাকা টু জয়দেবপুর ট্রেন ভাড়া ২০২৫
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের মাধ্যমে প্রায় অসংখ্য যাত্রী যাতায়াত করলেও অনেকেই ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানেন না। আপনারা চাইলে অনলাইনে ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই ঢাকা টু জয়দেবপুর ট্রেনের ভাড়া জানতে ও টিকিট কাটতে পারবেন।
ঢাকা টু জয়দেবপুর পর্যন্ত রেললাইনে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত একাধিক ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট অনুযায়ী সকল ট্রেনের ভাড়া তালিকা নিচে দেওয়া হলো-
ক্রমিক নং | আসন বিন্যাস | ভাড়ার পরিমাণ |
---|---|---|
০১ | শোভন | ৪৫ টাকা |
০২ | শোভন চেয়ার | ৫০ টাকা |
০৩ | স্নিগ্ধা | ১১৫ টাকা |
০৪ | প্রথম আসন | ১০৪ টাকা |
০৬ | এসি | ১২৭ টাকা |
০৭ | এসি বার্থ | ১৫০ টাকা |
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের স্টপিস স্টেশন
আপনারা ইতিমধ্যে ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী , ভাড়া ও ট্রেন গুলোর নাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখন উল্লেখিত ট্রেনগুলো ঢাকা টু জয়দেবপুর রেলপথে চলাচলের সময় কয়েকটি স্থানে যাত্রা বিরতি বা স্টপিস প্রদান করে থাকে তা নিচে তা তুলে ধরা হলো-
- ঢাকা কমলাপুর
- বিমানবন্দর
- জয়দেবপুর
উপরে উল্লেখিত স্টেশন গুলোতে মূলত ঢাকা টু জয়দেবপুর চলাচলকারী ট্রেনগুলো যাত্রা বিরতি বা স্টপিস প্রদান করে থাকে।
ঢাকা টু জয়দেবপুর কত কিলোমিটার
ঢাকা টু জয়দেবপুর যাওয়ার সময় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে ঢাকা টু জয়দেবপুর দূরত্ব কত কিলোমিটার? তাহলে আসুন জেনে নেওয়া যাক ঢাকা টু জয়দেবপুর দূরত্ব কত-
- ঢাকা টু জয়দেবপুর সড়ক পথে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী প্রায় দূরত্ব হচ্ছে প্রায় ২৫.৫ কিলোমিটার।
ঢাকা টু জয়দেবপুর ট্রেনে যেতে কত সময় লাগে
আপনারা ইতিপূর্বে আমদের আর্টিকেল থেকে জানতে পেরেছেন ঢাকা টু জয়দেবপুর উদ্দেশ্যে অনেক গুলো ট্রেন নিয়মিত চলাচল করে থাকে। ট্রেন মাধ্যমে ভ্রমণের ক্ষেত্রে সময়ের কিছুটা ব্যবধান রয়েছে। অর্থাৎ ট্রেন যাত্রার ক্ষেত্রে সময় কিছুটা কমবেশি হয়ে থাকে সেগুলো আপনাদের জানাই সুবিধার্থে নিচে উল্লেখ করা হলো-
- জামালপুর থেকে ময়মনসিংহ ট্রেনে যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ২০ মিনিট পর্যন্ত।
ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী ও ভাড়া-শেষ কথা
ঢাকা টু জয়দেবপুর যাওয়ার জন্য যে সকল যাত্রীরা ট্রেনের মাধ্যমে চলাচল করতে চাচ্ছেন? আপনারা চাইলে অনলাইন মাধ্যমে টিকিট ক্রয় করে সহজেই আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন।
আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আশাকরি আপনি ঢাকা টু জয়দেবপুর ট্রেনের সময়সূচী, কোন গুলো চলাচল করে এবং ভাড়ার তালিকা সম্পর্কে সহজেই জানতে পেরেছেন। ট্রেন ভ্রমণ সম্পর্কে আরো তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url