ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

আপনি কি ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া কত টাকা জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গাতে আছেন কেননা এ আর্টিকেলের মধ্যে ভৈরব টু কিশোরগঞ্জ রুটের সকল ট্রেনের ভাড়ার পরিমাণ ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য।

ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫

আপনারা যদি ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনে যেতে চান? তাহলে আমাদের আজকের পোস্টটি পড়ে নিতে পারেন। কারণ এ পোস্টের মধ্যে ভৈরব টু কিশোরগঞ্জ রুটের সকল ট্রেনের নাম যেমন- এগারোসিন্ধুর প্রভাতি (৭৩৭), এগারোসিন্ধুর গোধুলি (৭৪৯) ও কিশোরগঞ্জের এক্সপ্রেস (৭৮১) ট্রেন চলাচল করে ও ট্রেনের ভাড়ার  সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

 পোস্ট সূচিপত্র.

ভৈরব টু কিশোরগঞ্জ  ট্রেনের সময়সূচী ২০২৫

ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী জানার জন্য আপনারা অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন। তবে আজকে আপনারা সঠিক জায়গাতে এসেছেন। প্রতিদিন ভৈরব টু কিশোরগঞ্জগামী একাধিক ট্রেন চলাচল করে । এদের মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলো নিচে সময়সূচী দেওয়া হলো-
ক্রমিক নং ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় ছুটির দিন
০১ এগারোসিন্ধুর প্রভাতি(৭৩৭) সকাল ৯:১৩ মিনিট সকাল ১১ :১০ মিনিট বুধবার
০২ এগারোসিন্ধুর গোধুলি(৭৪৯) রাত ৮:৫০ মিনিট রাত ১০ :৪০মিনিট নেই
০৩ কিশোরগঞ্জের এক্সপ্রেস(৭৮১) দুপু্র ১২:৩৫ মিনিট সকাল ২ :১০ মিনিট মঙ্গলবার

ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেন ভাড়া ২০২৫

আপনারা  ইচ্ছা করলেই অনলাইনে ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের টিকিট কাটতে পারবেন।ভৈরব টু কিশোরগঞ্জ পর্যন্ত রেললাইনে দৈনিক তিনটি ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট অনুযায়ী সকল ট্রেনের ভাড়া তালিকা নিচে দেওয়া হলো-

আন্তঃনগর এগারোসিন্ধুর প্রভাতি(৭৩৭)

আসন বিন্যাস ভাড়ার পরিমাণ
শোভন  ৫০ টাকা
শোভন চেয়ার ৬০ টাকা
প্রথম চেয়ার১০৪ টাকা
প্রথম সিট ১০৪ টাকা

আন্তঃনগর এগারোসিন্ধুর গোধুলি(৭৪৯)

আসন বিন্যাস ভাড়ার পরিমাণ
শোভন  ৫০ টাকা
শোভন চেয়ার ৬০ টাকা
প্রথম চেয়ার ১০৪ টাকা
প্রথম সিট ১০৪ টাকা

আন্তঃনগর কিশোরগঞ্জের এক্সপ্রেস(৭৮১)

আসন বিন্যাস ভাড়ার পরিমাণ
শোভন চেয়ার৬০ টাকা
স্নিগ্ধা ১১৫ টাকা
এসি সিট  ১৩৩ টাকা

ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের স্টপিস স্টেশন

ভৈরব টু কিশোরগঞ্জ রুটে চলাচলকারী ট্রেনগুলো চলাচলের মধ্যে প্রায় অনেক গুলো স্টেশনে স্টপিস  দিয়ে চলাচল করে। নিচে ভৈরব টু কিশোরগঞ্জ রুটে চলাচলকারি আন্তঃনগর ট্রেনগুলোর বিরতি স্টেশন সমূহ গুলো উল্লেখ করা হলো-

  • এগারোসিন্ধুর প্রভাতি(৭৩৭): ভৈরব বাজার   কুলিয়ারচর বাজিতপুর সরারচর মানিকখালি গাচিহাটা কিশোরগঞ্জ (যাত্রা শেষ)
  • এগারোসিন্ধুর গোধুলি(৭৪৯): ভৈরব বাজার   কুলিয়ারচর বাজিতপুর সরারচর মানিকখালি গাচিহাটা কিশোরগঞ্জ (যাত্রা শেষ) ।
  • কিশোরগঞ্জের এক্সপ্রেস(৭৮১)  ভৈরব বাজার   কুলিয়ারচর বাজিতপুর সরারচর মানিকখালি গাচিহাটা কিশোরগঞ্জ (যাত্রা শেষ)।

ভৈরব টু কিশোরগঞ্জ কত কিলোমিটার

ভৈরব টু কিশোরগঞ্জ যাওয়ার সময় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে ভৈরব টু কিশোরগঞ্জ দূরত্ব  কত কিলোমিটার? তাহলে আসুন জেনে নেওয়া যাক ভৈরব টু কিশোরগঞ্জ দূরত্ব কত-

  • ভৈরব টু কিশোরগঞ্জ সড়ক পথে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী প্রায় ৫২.৬ কিলোমিটার । 

ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনে যেতে কত সময় লাগে

আপনারা ইতিপূর্বে আমদের আর্টিকেল থেকে জানতে পেরেছেন ভৈরব টু কিশোরগঞ্জ  উদ্দেশ্যে অনেক গুলো ট্রেন নিয়মিত চলাচল করে থাকে। ট্রেন মাধ্যমে ভ্রমণের ক্ষেত্রে সময়ের কিছুটা ব্যবধান রয়েছে। অর্থাৎ ট্রেন যাত্রার ক্ষেত্রে সময় কিছুটা কমবেশি হয়ে থাকে সে গুলো আপনাদের জানাই সুবিধার্থে নিচে উল্লেখ করা হলো-

নারায়ণগঞ্জ টু ঢাকা ট্রেনে যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা  ৪০ মিনিট থেকে ২  ঘন্টা পর্যন্ত।

ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া-শেষ কথা

আজকের আর্টিকেলের মূল বিষয় হচ্ছে  ভৈরব টু কিশোরগঞ্জ ট্রেনের সময়সূচী ও ভাড়া  সে সম্পর্কে। সাথে আরও আলোচনা করেছি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ও ভৈরব টু কিশোরগঞ্জ  কত কিলোমিটার সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।

আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম ট্রেন সম্পর্কিত  আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url