কসবা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া 2025
আপনি কি কসবা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত টাকা জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গাতে আছেন কেননা এ আর্টিকেলের মধ্যে কসবা টু ঢাকা রুটের সকল ট্রেনের ভাড়ার পরিমাণ ও সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য।
পোস্ট সূচিপত্র.
কসবা টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
| ক্রমিক নং | ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
|---|---|---|---|---|
| ০১ | উপকূল এক্সপ্রেস (৭১১) | সকাল ৮:২৪ মিনিট | সকাল ১১ :২০ মিনিট | বৃহস্পতিবার |
| ০২ | মহানগর এক্সপ্রেস(৭২১) | বিকাল ৩:৩৮ মিনিট | সন্ধ্যা ৬ :৪০ মিনিট | রবিবার |
কসবা টু ঢাকা ট্রেন ভাড়া ২০২৫
আপনারা ইচ্ছা করলেই অনলাইনে ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই কসবা টু ঢাকা ট্রেনের টিকিট কাটতে পারবেন। কসবা টু ঢাকা পর্যন্ত রেললাইনে দৈনিক দুইটি ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট অনুযায়ী সকল ট্রেনের ভাড়া তালিকা নিচে দেওয়া হলো-
| ক্রমিক নং | আসন বিন্যাস | ভাড়ার পরিমাণ |
|---|---|---|
| ০১ | শোভন | ১৪৫ টাকা |
| ০২ | শোভন চেয়ার | ১৭৫ টাকা |
| ০৩ | স্নিগ্ধা | ৩৩৪ টাকা |
| ০৪ | প্রথম সিট | ২৩০টাকা |
| ০৫ | প্রথম বার্থ | ৩৪৫ টাকা |
| ০৬ | এসি সিট | ৩৯৭ টাকা |
| ০৭ | এসি বার্থ | ৫৯৮ টাকা |
কসবা টু ঢাকা ট্রেনের স্টপিস স্টেশন
কসবা টু ঢাকা রুটে চলাচলকারী ট্রেনগুলো চলাচলের মধ্যে প্রায় অনেক গুলো স্টেশনে স্টপিস দিয়ে চলাচল করে। নিচে কসবা টু ঢাকা রুটে চলাচলকারি আন্তঃনগর ট্রেনগুলোর বিরতি স্টেশন সমূহ গুলো উল্লেখ করা হলো-
- কসবা রেলওয়ে স্টেশন
- আখাউড়া
- ব্রাহ্মণবাড়িয়ার
- ভৈরব বাজার
- মেথি কান্দা
- নরসিংদী
- ঢাকা বিমানবন্দর
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
কসবা টু ঢাকা কত কিলোমিটার
কসবা টু ঢাকা যাওয়ার সময় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে কসবা টু ঢাকা দূরত্ব কত কিলোমিটার? তাহলে আসুন জেনে নেওয়া যাক কসবা টু ঢাকা দূরত্ব কত-
- কসবা টু ঢাকা সড়ক পথে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী প্রায় ১৩১ কিলোমিটার ।
কসবা টু ঢাকা ট্রেনে যেতে কত সময় লাগে
- কসবা টু ঢাকা ট্রেনে যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টা ২০ মিনিট থেকে ২ ঘন্টা ৪০ মিনিট পর্যন্ত।
কসবা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া-শেষ কথা
আজকের আর্টিকেলের মূল বিষয় হচ্ছে কসবা টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সে সম্পর্কে। সাথে আরও আলোচনা করেছি ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন ও কসবা টু ঢাকা কত কিলোমিটার ও যেতে কত সময় লাগে সে সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ।
আমাদের সঙ্গে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম ট্রেন সম্পর্কিত আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url