ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। চলুন তাহলে নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক সেই ট্রেনে গুলোর নামসহ ট্রেনের সময়সূচী এবং ভাড়া কত টাকা এ বিষয়ে বিস্তারিত তথ্য। 

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬

প্রতিনিয়ত ঢাকা টু টাঙ্গাইল রুটে,অনেকগুলো ট্রেন নির্দিষ্ট সময়ে চলাচল করে থাকে ও অধিকাংশ মানুষ ট্রেনের মাধ্যমে যেতে চান কিন্তু সঠিক তথ্য খুজে পান না। বিশেষ করে তারা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে জেনে নিতে পারবেন গফরগাঁও টু ঢাকা রুটে কোন ট্রেনগুলো চলাচল করে থাকে, সময়সূচী এবং ভাড়ার তালিকা সম্পর্কে বিস্তারিত তথ্য।

পোস্ট সূচিপত্র.

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের তালিকা ২০২৬

ঢাকা টু টাঙ্গাইল আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতে চান। কিন্তু ঢাকা টু টাঙ্গাইল কোন ট্রেনগুলো চলাচল করে থাকে সে সম্পর্কে অনেকেই ধারণা রাখেন না। যার ফলে অনেক সময় বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। এ জন্য অনেকেই জানার জন্য গুগলে অনুসন্ধান করে থাকেন।

প্রতিদিন ঢাকা টু টাঙ্গাইল রুটে একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করে। এদের মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলো নিচে তালিকা দেওয়া হলো-

  • আন্তঃনগর একতা এক্সপ্রেস (৭০)
  • আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস(৭৫৭)
  • আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩)
  • আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস (৭৫৯)
  • আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস (৭৬৪)
  •  আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) 
  • আন্তঃনগর সিরাজগঞ্জ  (৭৭৬) 
  • আন্তঃনগর লালমনি এক্সপ্রেস (৭৫১)

ঢাকা টু টাঙ্গাইল  ট্রেনের সময়সূচী ২০২৬

ঢাকা টু টাঙ্গাইল  উদ্দেশ্যে মূলত আটটি ট্রেন আন্তঃনগর চলাচল করে থাকে। ঢাকা টু টাঙ্গাইল রুটের ট্রেনের সময়সূচী সম্পর্কে আপনার যদি সঠিক তথ্য জানা না থাকে। তাহলে আপনি সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। তাই সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছা্নোর জন্য ঢাকা টু টাঙ্গাইল  ট্রেনের সময়সূচী সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো-

ক্রমিক নং ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় ছুটির দিন
০১ একতা এক্সপ্রেস (৭০) সকাল ১০:১৫ মিনিট দুপুর ১২:০৩ মিনিট নাই
০২ দ্রুতযান এক্সপ্রেস(৭৫৭) রাত ৮:৪৫ মিনিট রাত ১০:৩২ মিনিট নাই
০৩  সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) দুপুর ২:৩০ মিনিট বিকাল ৪:২৬ মিনিট রবিবার
০৪ পদ্মা এক্সপ্রেস (৭৫৯) রাত ১০:৪ মিনিট রাত ১২:৩২ মিনিট মঙ্গলবার
০৫  চিত্রা এক্সপ্রেস (৭৬৪) সন্ধ্যা ৭:৩০ মিনিট রাত ৯:২৬ মিনিট রবিবার
০৬  ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯)  সকাল ৬:০০ টা সকাল ৭:৪৭ মিনিট বৃহস্পতিবার
০৭ সিরাজগঞ্জ এক্সপ্রেস  (৭৭৬) বিকাল ৪:১৫ মিনিট সন্ধ্যা :১১ মিনিট শনিবার
০৮ লালমনি এক্সপ্রেস (৭৫১) রাত ৯:৪৫ মিনিট রাত ১১:৩২ মিনিট শুক্রবার

ঢাকা টু টাঙ্গাইল ট্রেন ভাড়া ২০২৬

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের মাধ্যমে আপনারা অনেকেই যাতায়াত করেন কিন্তু অনেকেই ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানেন না। আপনারা চাইলে অনলাইনে ই-টিকিটিং সিস্টেমে (https://eticket.railway.gov.bd) মাধ্যমেই ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের ভাড়া জানতে ও  টিকিট কাটতে পারবেন।

ঢাকা টু টাঙ্গাইল পর্যন্ত রেললাইনে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত ৮ টি ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট অনুযায়ী সকল ট্রেনের ভাড়া তালিকা নিচে দেওয়া হলো-

ক্রমিক নং আসন বিন্যাস ভাড়ার পরিমাণ
০১ শোভন ৯৫ টাকা
০২ শোভন চেয়ার ১১৫টাকা
০৩ প্রথম সিট ১৭৯ টাকা
০৪ স্নিগ্ধা২১৯ টাকা
০৫ এসি সিট ২৬৫  টাকা
০৬ এসি বার্থ ৪৭৭ টাকা

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের স্টপিস স্টেশন

আপনারা ইতিমধ্যে ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী, ভাড়া ও ট্রেন গুলোর নাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এখন উল্লেখিত ট্রেনগুলো ঢাকা টু টাঙ্গাইল রেলপথে চলাচলের সময় কয়েকটি স্থানে যাত্রা বিরতি বা স্টপিস প্রদান করে থাকে তা  নিচে তা তুলে ধরা হলো-

  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
  • ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  • জয়দেবপুর রেলওয়ে স্টেশন
  • মির্জাপুর রেলওয়ে স্টেশন 
  • টাঙ্গাইল রেলওয়ে স্টেশন

উপরে উল্লেখিত স্টেশন গুলোতে মূলত ঢাকা টু টাঙ্গাইল চলাচলকারী ট্রেনগুলো যাত্রা বিরতি বা স্টপিস প্রদান করে থাকে। যাতে করে যাত্রী উঠানামা করে সুযোগ পাই। তবে কিছু ট্রেনগুলো মির্জাপুর রেলওয়ে স্টেশন বিরতি প্রদান করে না।

ঢাকা টু টাঙ্গাইল ট্রেন টিকেট কাটার নিয়ম 

বর্তমান সময়ে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং রেলওয়ে কাউন্টার থেকেও টিকেট কেনা যায়। মূলত ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের টিকেট আপনি দুই ভাবে কাটতে পারবেন। সরাসরি ট্রেন স্টেশন থেকে আবার ঘরে বসে অনলাইনের মাধ্যমে ট্রেন টিকেট কাটতে পারবেন।

কিন্তু অনলাইনে টিকিট কাটার জন্য ভাড়ার সাথে অল্প পরিমাণে কিছু পারসেন্ট ভ্যাট যুক্ত করা হয়ে থাকে। আর স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটলে কোন ভ্যাট লাগে না এখন আপনাদের সুবিধা অনুযায়ী টিকিট ক্রয় করতে পারেন।

অনলাইনে ঢাকা টু টাঙ্গাইল ট্রেন টিকেট কাটার নিয়ম 

অনলাইনে ঢাকা টু টাঙ্গাইল ট্রেন টিকেট সহ সকল বিভাগের ট্রেনের টিকেট কাটা যায়। মূলত অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট eticket.railway.gov.bd লিংক ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করুন ।

প্রথমে আপনাদের সামনে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে সেখানে-

  • From – লিখা  অপসনে "ঢাকা " লিখতে হবে বা সিলেক্ট করুন।
  • To – লিখা  অপসনে "টাঙ্গাইল " লিখতে হবে বা সিলেক্ট করুন।
  • Date of Journey –  আপনি যে তারিখে টিকেট কাটতে চান সে তারিখ সিলেক্ট করতে হবে।
  • Choose Class – তারপর কোন ক্লাসের সিটে যেতে চান  সিলেক্ট করতে হবে।
  • এরপর "SEARCH TRAINS" অপশনে ক্লিক করলেই আপনাকে সিট নাম্বার দেখাবে।
  • তারপর আপনার পছন্দ অনুযায়ী সিট নাম্বার সিলেক্ট করুন বা আপনি কয়টি সিট কাটবেন সেটি সিলেক্ট করুন।
  • এরপর "CONTINUED PURCHASE" অপশনে ক্লিক করুন। 
  • তারপর আপনার মোবাইলে নাম্বারে আসা ৪ ডিজিটের কোড লিখে Verify করুন।
  • এরপর আপনার নামসহ সকল তথ্য দেওয়া থাকবে সবকিছু ঠিক থাকলে । Passenger Type অপশনে কার জন্য টিকেট কাটছেন সেটা সিলেক্ট করুন।
  • তারপর মোবাইল ব্যাংকিং বা ক্রেডিট / ডেবিট কার্ড এর মাধ্যমে যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে পেমেন্ট করুন।
  • এরপর পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার ই-মেইল নাম্বারে ট্রেনের টিকেট পাঠিয়ে দেওয়া হবে। উক্ত ট্রেন টিকেট সাদা কাগজে প্রিন্ট করে ট্রেন ভ্রমণ করতে পারবেন।

এছাড়াও আপনি চাইলে এ ওয়েবসাইট থেকে ঢাকা টু টাঙ্গাইল রুট ব্যতীত বাংলাদেশের সকল রুটের টিকিট ক্রয় করতে পারবেন। কিন্তু eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করার পর টিকেট কাটার জন্য প্রথমে আপনাকে একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার জন্য আপনার নাম, মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে ওয়েবসাইডে রেজিস্ট্রেশন করে নিতে হবে তাহলে আপনি এখান থেকে আপনার পছন্দের  রুট অনুযায়ী টিকিট ক্রয় করতে পারবেন।

স্টেশনের ঢাকা টু টাঙ্গাইল ট্রেন টিকেট কাটার নিয়ম 

ঢাকা টু টাঙ্গাইল ট্রেন টিকেট স্টেশন বা কাউন্টার থেকে কেনার নিয়ম একেবারে সহজ । ট্রেনের টিকেট কাউন্টার থেকে টিকেট কেনার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। সে গুলো নিচে দেওয়া হলো- 

  • ঢাকা টু টাঙ্গাইল রুটের স্টেশন থেকে টিকিট কাটতে হলে আপনাকে সরাসরি স্টেশনে যেতে হবে। তবে প্রধান স্টেশন যেমন, কমলাপুর স্টেশন এমন স্টেশন থেকেই আপনি এই টিকেট কিনতে পারবেন।
  • তারপর নির্দিষ্ট কাউন্টারে দাঁড়িয়ে আপনাকে এসি না নন এসির কয়টি টিকিট কাটবেন সেটি বলতে হবে।
  • এরপর আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার দিতে হবে।
  • তারপর আপনাকে টিকিটের নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে। 

এরপর আপনার ঢাকা টু টাঙ্গাইল রুটের টিকিট কাটা হয়ে যাবে এবং টিকিটের ছোট একটি কাগজ আপনাকে প্রদান করা হবে। এটাই মূলত আপনার ঢাকা টু টাঙ্গাইল রুটের টিকিট যা দিয়ে আপনি নির্ধারিত তারিখে ভ্রমণ করতে পারবেন।

ঢাকা টু টাঙ্গাইল কত কিলোমিটার 

ঢাকা টু টাঙ্গাইল যাওয়ার সময় আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে ঢাকা টু টাঙ্গাইল দূরত্ব কত কিলোমিটার? তাহলে আসুন জেনে নেওয়া যাক ঢাকা টু টাঙ্গাইল দূরত্ব কত-

  • ঢাকা টু টাঙ্গাইল সড়ক পথে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী প্রায়  দূরত্ব হচ্ছে প্রায় ৮৩.৯ কিলোমিটার।

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনে যেতে কত সময় লাগে

আপনারা ইতিপূর্বে উপরের পোস্ট জানেছেন ঢাকা টু টাঙ্গাইল  উদ্দেশ্যে মোট আটটি ট্রেন চলাচল করে থাকে। ট্রেন আটটি মাধ্যমে ভ্রমণের ক্ষেত্রে সময়ের কিছুটা ব্যবধান রয়েছে। অর্থাৎ ট্রেন যাত্রার ক্ষেত্রে সময় কিছুটা কমবেশি হয়ে থাকে সে গুলো আপনাদের জানাই সুবিধার্থে নিচে উল্লেখ করা হলো-

ঢাকা টু টাঙ্গাইল  ট্রেনে যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা  ০ মিনিট  থেকে  ২ ঘন্টা পর্যন্ত।

ঢাকা টু টাঙ্গাইল ট্রেনের সময়সূচী ও ভাড়া-শেষ কথা 

ঢাকা টু টাঙ্গাইল উদ্দেশ্য যে সকল যাত্রীগন ট্রেনের মাধ্যমে চলাচল করতে চাচ্ছেন? আপনারা চাইলে অনলাইন মাধ্যমে টিকিট ক্রয় করে সহজেই আপনার চেনা গন্তব্য পৌঁছাতে পারেন। আজকের এই পোষ্টটির মাধ্যমে আশা করি আপনারা ঢাকা টু টাঙ্গাইল  ট্রেনের সময়সূচী, কোন গুলো চলাচল করে এবং ভাড়ার তালিকা সম্পর্কে সহজেই জানতে পেরেছেন। ট্রেন ভ্রমণ সম্পর্কে আরো তথ্য জানতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url